সিম বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন করে জিতুন ১০ লক্ষ টাকা

robi 10 lakh taka biometric

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেসশন করে গ্রাহক জিততে পারেন নগদ ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার!!! আরো আছে প্রতিদিন এবং প্রতি ঘণ্টায় নগদ পুরস্কার। এই সকল পুরস্কার পেতে গ্রাহককে কেবল তাদের সচল রবি সংযোগ রি-রেজিস্ট্রেসন করতে হবে।

কেবল এগুলিই নয়। সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেসন করলেই পেয়ে যাবে ৫০ টাকা টক টাইম!

  • নগদ পুরস্কার
    • মেগা পুরষ্কারঃ একজন সৌভাগ্যবান গ্রাহক ক্যাম্পেইন শেষে জিতে নিবেন ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার ক্যাম্পেইন চলাকালীন সময়ে সংযোগ রিরেজিস্ট্রেসন করে ।
    • ডেইলি পুরষ্কারঃ  প্রতিদিন একজন সৌভাগ্যবান গ্রাহক জিতে নিবেন ১ লক্ষ টাকা নগদ পুরস্কার ক্যাম্পেইন চলাকালীন সময়ে কেবল সংযোগ রিরেজিস্ট্রেসন করে।
    • প্রতি ঘণ্টায় পুরষ্কারঃ প্রতি ঘণ্টায় (সকাল ১০- রাত ৮) একজন সৌভাগ্যবান গ্রাহক জিতে নিবেন ১০০০০ টাকা নগদ পুরস্কার ক্যাম্পেইন চলাকালীন সময়ে কেবল সংযোগ রিরেজিস্ট্রেসন করে।

 

  • নিশ্চিত পুরষ্কারঃ
    • সকল প্রেপেইড এবং এসএমই গ্রাহক ক্যাম্পেইন চলাকালীন সময়ে সফল রিরেজিস্ট্রেসন করার পর, *১৪০*৩১# ডায়েল করে জিতে নিবে ৫০ টাকা বোনাস ৫ দিনের (রাত ১২টা থেকে বিকাল ৫টা) জন্য সকল লোকাল ভয়েস কলে।

ক্যাম্পেইন ব্যাপ্তিকালঃ
১৬ মে ২০১৬ হতে ৩১ মে ২০১৬।

শর্তাবলীঃ

  • বিজয়ী ঘোষণাঃ
    • প্রতি ঘণ্টা এবং প্রতিদিনের বিজয়ীদের রিরেজিস্ট্রেসন দুই কর্মদিবেসের মধ্যে ১২১২ থেকে কল দিয়ে জানানো হবে।
    • মেগা পুরষ্কার বিজয়ীকে ক্যাম্পেইন এর শেষে ১২১২ থেকে কল দিয়ে জানানো হবে।
  • নিশ্চিত পুরস্কার কেবল প্রিপেইড এবং এসএমই গ্রাহকদের জন্যে প্রযোজ্য।
  • নতুন সংযোগ এই অফার এর অন্তর্ভুক্ত নয়।
  • একজন গ্রাহক কেবল একবার নগদ পুরষ্কার জিততে পারবেন।
  • নিশ্চিত পুরষ্কার এর ক্ষেত্রে গ্রাহক *২২২*১# ডায়েল করে অবশিষ্ট বোনাস টাকার ব্যালেন্স দেখতে পারবেন।
  • প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টার মধ্যে প্রতি ঘণ্টায় প্রথম সফল রি-রেজিস্ট্রেসঙ্কারী প্রতি ঘণ্টায় ১০০০০ টাকা পুরস্কার পাবেন।
  • যেই গ্রাহক সেদিন এর সফল রি-রেজিস্ট্রেসনকারীদের ৫০ শতাংশে থাকবে তিনি ডেইলি পুরস্কার পাবেন।
  • পুরো কেম্পেইন এর শেষে যেই গ্রাহক  কেম্পেইন চলাকালিন সময়ে সকল সফল রি-রেজিস্ট্রেসঙ্কারীদের ৫০ শতাংশে থাকবে তিনি মেগা পুরস্কার পাবেন।
  • একই সময়ে একাধিক রেজিস্ট্রেশনকারি থাকলে অগ্রবর্তী নম্বরের গ্রাহক অগ্রাধিকার পাবে ( যেমনঃ ০১৮১******* অগ্রাধিকার পাবে ০১৮৩******* হতে)। যদি কোন বিশেষ ঘণ্টায় সফল রেজিস্ট্রেশন না হলে সেই ঘণ্টায় কোন বোনাস দেওয়া হবে না।

প্রশ্নোত্তরঃ
মেগা বোনাস নির্বাচনের পদ্ধতি কি?
– একজন বিজয়ীকে নির্ধারণ করা হবে পুরো ক্যাম্পেইন চলাকালীন সময়ে সফলভাবে রিরেজিস্ট্রেসন গ্রাহকদের মধ্যে মধ্যমা গ্রাহককে গণনা করে। উদাহরণস্বরূপঃ যদি পুরো ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১১ জন গ্রাহক সফলভাবে রিরেজিস্ট্রেসন করে থাকেন তাহলে ৬ষষ্ঠ গ্রাহক কে পুরষ্কার দেওয়া হবে। যদি সর্বমোট গ্রাহক সংখ্যা জোড় নম্বর হয় যেমন ১০ জন গ্রাহক সফলভাবে রিরেজিস্ট্রেসন করে থাকেন তাহলে ৫ম এবং ৬ষষ্ঠ গ্রাহকের মধ্যে অগ্রবর্তী নম্বরের গ্রাহক অগ্রাধিকার পাবে ( যেমনঃ ০১৮১******* অগ্রাধিকার পাবে ০১৮৩******* হতে)।

ডেইলি বোনাস নির্বাচনের পদ্ধতি কি?
– একজন বিজয়ীকে নির্ধারণ করা হবে পুরো ক্যাম্পেইন চলাকালীন সময়ে একদিনে সফলভাবে রিরেজিস্ট্রেসন গ্রাহকদের মধ্যে মধ্যমা গ্রাহককে গণনা করে। উদাহরণস্বরূপঃ যদি একদিনে ১১ জন গ্রাহক সফলভাবে রিরেজিস্ট্রেসন করে থাকেন তাহলে ৬ষষ্ঠ গ্রাহক কে পুরষ্কার দেওয়া হবে। যদি সর্বমোট গ্রাহক সংখ্যা জোড় নম্বর হয় যেমন ১০ জন গ্রাহক সফলভাবে রিরেজিস্ট্রেসন করে থাকেন তাহলে ৫ম এবং ৬ষষ্ঠ গ্রাহকের মধ্যে অগ্রবর্তী নম্বরের গ্রাহক অগ্রাধিকার পাবে ( যেমনঃ ০১৮১******* অগ্রাধিকার পাবে ০১৮৩******* হতে)।

প্রতি ঘণ্টায় বোনাস নির্বাচনের পদ্ধতি কি?
– প্রতি ঘণ্টায় প্রথম যে গ্রাহক সফলভাবে রিরেজিস্ট্রেসন করবে তিনি প্রতি ঘণ্টার বোনাস পাবেন।  সূত্রঃ রবি

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *