ছবি তুলে ১০০০ টাকা পুরস্কার দিচ্ছে নগদ!

নগদ দিচ্ছে BMW গাড়ির ছবি তুলে ১০০০টাকা জিতে নেওয়ার সুযোগ। এছাড়া কেনাকাটার পেমেন্ট করেও নগদে পাওয়া যাবে ১০০০টাকা বোনাস। BMW গাড়ির রোড শো ঢাকার বিভিন্ন রাস্তায় চলবে ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। গাড়ির ছবি তুলে বা ভিডিও করে পাওয়া যাবে ১০০০টাকা বোনাস।

এই অফার পেতে যা যা করতে হবেঃ

  • BMW গাড়ি চোখে পড়লে ছবি তুলতে হবে আর নগদকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট করতে হবে
  • পোস্টের প্রাইভেসি পাবলিক রাখা বাধ্যতামূলক ও হ্যাশট্যাগ হিসেবে #নগদে_BMW ও #পেমেন্টের_Joy_নগদেই_হয় ব্যবহার করতে হবে
  • প্রতিদিন একজন জিতবেন নগদ এর পক্ষ থেকে ১০০০টাকা পুরষ্কার
  • সর্বোচ্চ লাইক, রিয়েকশন ও শেয়ারের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হবে

BMW গাড়ি জিততে কেনাকাটার পেমেন্ট করতে হবে নগদে। সেডান কার, বাইক, এলইডি টিভি, ফ্রিজ, স্মার্টফোনসহ অসংখ্য পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে প্রতিদিন। এছাড়া ঘন্টায় ঘন্টায় ১০০% ক্যাশব্যাক পাওয়া যাবে ২০০০টাকা পর্যন্ত।

নগদ এর এই ক্যাম্পেইন এর শর্তাবলী নিম্নরূপঃ

  • এই রোড শো একটি চলমান ক্যাম্পেইন যা ৫ই এপ্রিল, ২০২৩ থেকে ২০শে এপ্রিল, ২০২৩ পর্যন্ত প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবে
  • রোডশো ক্যাম্পেইন চলাকালীন BMW (মেগা ক্যাম্পেইনের উপহার) এর ছবি তুলে নগদকে ট্যাগ করে ও #নগদে_BMW#পেমেন্টেরJoyনগদেই_হয় লিখে ট্যাগ করে ফেইসবুকে শেয়ার করে প্রতিদিন ১০০০ টাকা করে গিফট জিতে নিতে পারবেন ব্যবহারকারীগণ
  • নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে সেরা ছবি এবং সর্বোচ্চ লাইক, রিএকশন, শেয়ার সম্বলিত ফেইসবুক পোস্ট পুরো ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন উক্ত উপহারের জন্য মনোনীত করা হবে
  • অংশগ্রহণকারীগণ তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অবশ্যই ‘#নগদে_BMW#পেমেন্টেরJoyনগদেই_হয়’ হ্যাশ ট্যাগ দিয়ে প্রাইভেসি সেটিংসকে ‘পাবলিক’ রেখে ছবি শেয়ার করতে হবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চাইলে
  • পুরো ক্যাম্পেইন চলাকালীন সময়ে সর্বোচ্চ একবার এই উপহার জিততে পারবেন
  • রোডশো ক্যাম্পেইনের বিজেতা শুধুমাত্র তার নগদ একাউন্টে উপহারের অর্থ পাবেন। বিজয়ীর নগদ একাউন্ট না থাকলে তিনি উপহার পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না
  • রোড শো ক্যাম্পেইন চলবে ৫ই এপ্রিল, ২০২৩ থেকে ২০শে এপ্রিল, ২০২৩ পর্যন্ত
  • এই ক্যাম্পেইনটি উপভোগ করতে হলে আপনার ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই একটিভ এবং ফুল প্রোফাইল একাউন্ট হতে হবে

এবং রয়েছে আরও কিছু শর্ত।

  • নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এবং এই ক্যাম্পেইনের আওতাধীন সকল শর্তাবলী পূরণ সাপেক্ষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে
  • রোডশো ক্যাম্পেইনের জন্য মনোনীত হলে নগদের কাস্টমার সার্ভিস থেকে এসএমএস বা কলের মাধ্যমে জানানো হবে এবং ১০০০ টাকা উপহারটি নগদ একাউন্টে প্রদান করা হবে
  • অফারের আওতাধীন সমস্ত শর্তাদি পূরণ করার পরেও যদি গ্রাহক নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করে অথবা কলটি রিসিভ করতে ব্যর্থ হন তবে উক্ত গ্রাহক পুরস্কার পাবেন না
  • কোনো গ্রাহক অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন ধরা পড়লে উক্ত ব্যাক্তিকে এই ক্যাম্পেইন হতে অযোগ্য বলে ধরা হবে
  • ক্যাম্পেইনের এসব শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার অথবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার রাখে নগদ কতৃপক্ষ
  • এই ক্যাম্পেইনের সম্পর্কিত নগদ কতৃক গৃহিত যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

Nagad photo contest 1000 taka

উল্লেখিত বিষয়সমূহ ছাড়া নগদ সম্পর্কে আরো কিছু বিষয় জেনে রাখা ভালো, যথাঃ

  • নগদ বা নগদের কোন প্রতিনিধি কখনো গ্রাহকের একাউন্টের ওটিপি কিংবা পিন নাম্বার চাইবে না
  • নগদ বা নগদের কোনো প্রতিনিধি আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবে না
  • নগদ শুধুমাত্র ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বার থেকেই গ্রাহকের সাথে যোগাযোগ করে
  • এই অফার এর আওতায় নগদের মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে কল করতে পারবেন গ্রাহকগণ
  • তৃতীয় কোনো পক্ষের দ্বারা গ্রাহকের কোনো ক্ষতি সাধিত হলে নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না
  • এই অফার সংক্রান্ত যেকোনো বিষয় বা সমস্যা জানতে বা জানাতে নগদের হটলাইন নাম্বারে (১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭) ব্যবহার করুন

কেমন লাগলো এই অফার?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

4 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *