স্প্লিট এসি নাকি ওয়াল এসি? কোনটি ভাল হবে জানুন

গরমের দিনে তাপমাত্রা বাড়ছে, যার ফলে এয়ার কন্ডিশনিং একটি প্রয়োজনে পরিণত হয়েছে। সেন্ট্রাল এসি অসাধারণ হলেও সকল ক্ষেত্রে এটি আদর্শ সমাধান নয়। সেক্ষেত্রে ডাক্টলেস স্প্লিট এসি কিংবা ওয়াল এসি ব্যবহার করা যেতে পারে। বাসাবাড়িতে স্প্লিট এসি বলতে সচরাচর ডাক্টলেস স্প্লিট এসিই বোঝানো হয়। তাই এই পোস্টে আমরা ডাক্টলেস শব্দটি বাদ দিয়ে স্প্লিট এসি কথাটিই ব্যবহার করব।

স্প্লিট এসি ছোট কনডেনসার ব্যবহার করে। এর একটি অংশ বাইরে ইন্সটল করা হয়। এই কনডেনসার এর মধ্যে এটি একাধিক এয়ার হ্যান্ডেলার সাপোর্ট করে। অন্যদিকে ওয়াল এসি অনেকটা উইন্ডো এসির মত কিন্তু এটি ওয়ালের মধ্যে হোল করে বা ওয়াল কেটে ইন্সটল করা হয়। চলুন জেনে নেওয়া যাক স্প্লিট এসি ও ওয়াল এসি এর মধ্যে পার্থক্য সম্পর্কে বিস্তারিত।

স্প্লিট এসি কি?

নাম শুনে যেরকম মনে হয়, স্প্লিট এসির মূল অংশ দুইটি ভাগে বিভক্ত। একটি ইউনিট ঘরের ভেতরে ইনস্টল করা হয়। অপর অংশটি ঘরের বাইরে থাকে। বিশেষ নল এবং তারের মাধ্যমে উভয় ইউনিটের মাঝে সংযোগ স্থাপন করা হয়।

ইনডোর ইউনিটটিতে ইভাপোরেটর কয়েল থাকে যা আবার রেফ্রিজারেন্ট এর সাথে যুক্ত থাকে। রুম থেকে আসা গরম হাওয়া এতে থাকা মেকানিক্যাল ব্যবস্থার মাধ্যমে শুষে নেয়া হয়। এরপর ভিতরে থাকা সকল হিট রেফ্রিজারেন্ট আউটডোর ইউনিটে ট্রান্সফার করে দেয়। 

সহজ কথা হচ্ছে, স্প্লিট এসির দুটি পার্ট থাকে। একটি রুমের ভেতরে এবং অপরটি রুমের বাইরে। উভয় পার্ট আবার নিজেদের মধ্যে সংযুক্ত থাকে। এরপর এরা মিলে আপনার রুমকে ঠাণ্ডা করে বা রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

ওয়াল এসি কি?

ওয়াল এসি এর নাম শুনেই নিশ্চয় ধারণা করতে পারছেন এটি কি ধরণের হতে পারে। আর ইতিমধ্যে আমাদের এসি কেনার আগে যেসব গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি পোস্টটি পড়ে থাকলে সকল ধরণের এসি সম্পর্কে আপনার সাধারণ ধারণা নিশ্চয় রয়েছে।

wall ac

ওয়াল এসি মূলত কোনো বিল্ডিং এর ওয়ালের মধ্যে ইন্সটল করা হয়। ওয়াল এসি ওয়াল এর ভেতর পাশ থেকে শুরু করে ওয়ালের বাইরের পাশ পর্যন্ত অবস্থান করে। ইন্সটলের পর সার্ভিসিং বা রিপ্লেসমেন্ট ছাড়া ওয়াল এসি সরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয়না। এসির সকল যন্ত্র একটি কাঠামোর মধ্যেই থাকে। এটা বিভক্ত (স্প্লিট) থাকেনা।

স্প্লিট এসি এর সুবিধা

  • স্প্লিট এসি অনেকটা সেন্ট্রাল এসি এর মত নিঃশব্দে কাজ করে, তবে দামের দিক দিয়ে স্প্লিট এসি অনেক সুলভ মূল্যে পাওয়া যায়
  • স্প্লিট এসি ইন্সটল করা বেশ সহজ ও প্রায় যেকোনো স্থানে ইন্সটল করা যায়। ওয়ালে ঝুলিয়ে কিংবা দরজা বা জানালার উপরেও ডাকলেস স্প্লিট এসি ইন্সটল করা যায়
  • সেন্ট্রাল এসি এর চেয়ে ডাক্টলেস স্প্লিট এসি অধিক এনার্জি এফিসিয়েন্ট। ডাক্টলেস এসি এর ক্ষেত্রে প্রায় ৩০% পর্যন্ত এনার্জি সাশ্রয় হয়
  • ঘরের কিছু রুম যদি অন্য রুম থেকে বেশি ব্যবহৃত হয়, তবে বেশি ব্যবহার হওয়া জোনগুলোতে ডাক্টলেস স্প্লিট এসি আলাদাভাবে সেটাপের সুবিধা রয়েছে 
  • কিছু কিছু স্প্লিট এসি ENERGY STAR® সার্টিফাইড, অর্থাৎ এসব এসি ব্যবহারে অধিক এনার্জি সাশ্রয় হবে
  • এই ধরণের এসি প্রায় যেকোনো স্থানে ইন্সটল করা যায়। অর্থাৎ ডাক্টলেস স্প্লিট এসি ইন্সটলের স্থান সম্পর্কে কোনো লিমিটেশন নেই
  • ডাক্টলেস স্প্লিট এসি ব্যবহারের দীর্ঘমেয়াদী খরচ অনেক কম। শুরুর দিকে কিছুটা বেশি খরচ হলেও লম্বা সময় ধরে ব্যবহার করতে চাইলে ডাকলেস এসি অনেক সাশ্রয়ী 

ওয়াল এসি এর সুবিধা

  • উইন্ডো এসি যেমন জানালা দিয়ে আসা লাইট বা ভিউ ব্লক করে, ওয়াল এসিতে এমন সমস্যা নেই
  • ওয়াল এসি অনেক নিরাপদ, কেননা এটি চুরি করা অনেক কঠিন। মূলত এটি ইন্সটল ই করা হয় উঁচুতে যার কারনে এর নাগাল পাওয়া বেশ কঠিন
  • যেহেতু ঠান্ডা বাতাস নিচের দিকে বয়ে থাকে, তাই ওয়াল এসি রুমে থাকা হিট বেশ সহজে বের করে দিতে পারে
  •  এগুলোর দাম তুলনামূলক কম হতে পারে

ডাক্টলেস স্প্লিট এসি এর সমস্যা

  • ডাক্টলেস স্প্লিট এসি ইন্সটল করতে অবশ্যই একজন টেকনিশিয়ান এর প্রয়োজন পড়বে
  • ডাকলেস এসি এর খরচ সাধারণত ওয়াল এসি এর চেয়ে বেশি হয়ে থাকে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ওয়াল এসি এর সমস্যা

  • ওয়াল এসি অনেকটা শব্দ করে থাকে
  • প্রথমবার ওয়াল এসি ইন্সটলের ক্ষেত্রে দেওয়ালে যথেষ্ট গর্ত করতে হয়। নিরাপত্তাজনিত সমস্যা ও দেওয়ালে ক্ষতির সম্ভাবনা থাকে এইক্ষেত্রে। এছাড়া ওয়াল এসি ইন্সটল করতে অবশ্যই প্রফেশনাল টেকনিশিয়ান এর প্রয়োজন পড়বে
  • ওয়াল এসিকে জায়গায় ধরে রাখতে বাড়তি একটি স্লিভ বা হাতা প্রয়োজন হয়, এটি মূলত একটি মেটাল ডিভাইস হয়ে থাকে, যা ছাড়া ওয়াল এসি এর ওজন ধরে রাখা সম্ভব হয়না। এই হাতা সাধারণত স্লাইড-আউট চেসিস বা ওয়াল এর মধ্যে ইন্সটল করতে হয়
  • সঠিক সাইজ ও এয়ার কন্ডিশনার এর ধরন বিবেচনায় ওয়াল এসি ইন্সটল কিছুটা অসুবিধাজনক হতে পারে

এই পোস্টে ডাক্টলেস স্প্লিট এসি ও ওয়াল এসি এর সুবিধা এর পাশাপাশি অসুবিধাগুলোও আলোচনা করা হয়েছে। উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখে আপনার সিদ্ধান্ত নিতে হবে কোনটি আপনার জন্য অধিক উপযোগী হবে।

আপনি যদি যে ধরনের বাসা বাড়িতেই থাকেন না কেন স্প্লিট এসি সব ক্ষেত্রেই খাপ খাইয়ে নিতে পারবে। আবার আপনার নিজের বাড়ি থাকলে সেক্ষেত্রে ওয়াল এসি ইন্সটল করতে পারেন। যদিও ওয়াল এসি একটু বেশি শব্দ করতে পারে এবং ওয়াল কাটতে আপনার খারাপ লাগতে পারে। তবে উভয় ক্ষেত্রে প্রফেশনাল টেকনিশিয়ান এর সাহায্য নিতে ভুলবেন না।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *