দাম কমলো টেকনো স্মার্টফোনের – স্পার্ক ৮সি ও স্পার্ক ৮ প্রো

সম্প্রতি টেকনো স্মার্টফোনগুলো বাংলাদেশের বাজারে ভালোই দাপিয়ে বেড়াচ্ছে। এর মূল কারণ হচ্ছে টেকনো ফোনের দাম এবং ডিজাইন। টেকনো ফোনগুলোর ডিজাইন বেশ সুন্দর। আর স্পেসিফিকেশন বিবেচনায় এদের দামও হাতের নাগালে। তাছাড়া ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তিকেও তারা উল্লেখযোগ্য হারে ব্যবহার করছে।

টেকনো ভক্তদের জন্য খুশির খবর হচ্ছে, এবারের পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষ্যে টেকনো তাদের দুই মডেলের তিনটি স্মার্টফোনের ওপর মূল্যহ্রাস ঘোষণা করেছে। আপনি যদি নতুন একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দেখতে পারেন টেকনোর হ্রাসকৃত মূল্যের দুটি স্মার্টফোন মডেল। এগুলো হচ্ছে টেকনো স্পার্ক ৮সি এবং টেকনো স্পার্ক ৮ প্রো।

টেকনো স্পার্ক ৮ প্রো এর দুটি ভ্যারিয়েন্টে মূল্য ছাড় এসেছে। একটি ভ্যারিয়েন্ট হচ্ছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ। অন্যটি ৬জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ। টেকনোর মার্কেটিং ক্যাম্পেইনগুলোতে তাদের ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল র‍্যামের সাথে মিলিয়ে বেশি বলে প্রচার করা হতে পারে। তাই এই পোস্টে আমরা মূল র‍্যামের পরিমাণ বলে দিচ্ছি। স্পার্ক ৮ প্রো ফোনে মূল র‍্যামের সাথে আপনি ৩জিবি ভার্চুয়াল র‍্যাম পেতে পারেন।

অপরদিকে টেকনো স্পার্ক ৮সি ফোনের একটি ভ্যারিয়েন্টে ডিসকাউন্ট পাবেন। ফোনটির ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই বিশেষ ঈদ ডিসকাউন্ট দিয়েছে কোম্পানিটি।

এবার চলুন এক নজরে দেখে আসি উভয় ফোনের স্পেসিফিকেশন।

টেকনো স্পার্ক ৮সি

টেকনো স্পার্ক ৮সি
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১ গো এডিশন, টেকনো হাই ওএস ৭.৬
  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি এইচডি, এলসিডি ৯০ হার্টজ, ২০:৯ এসপেক্ট রেশিও
  • প্রসেসরঃ টাইগার ৬০৬ (১২ ন্যানোমিটার) অক্টাকোর
  • র‍্যামঃ ৩/৪জিবি
  • স্টোরেজঃ ৬৪/১২৮জিবি
  • মেমোরি কার্ডঃ আছে
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • নিরাপত্তাঃ ফিঙ্গারপ্রিন্ট
  • নেটওয়ার্কঃ ৪জি

এবারে দেখুন পরবর্তি মডেলটি।

টেকনো স্পার্ক ৮ প্রো

টেকনো স্পার্ক ৮ প্রো
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১, টেকনো হাই ওএস ৭.৬
  • ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি এফএইচডি+, আইপিএস এলসিডি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৪/৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেমোরি কার্ডঃ আছে
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
  • নিরাপত্তাঃ ফিঙ্গারপ্রিন্ট
  • নেটওয়ার্কঃ ৪জি

এখন আসা যাক দামের ক্ষেত্রে। টেকনোর এই অফারটি পুরো রমজান মাস জুড়ে চলবে। এই অফারের আওতায় স্পার্ক ৮ প্রো (৬জিবি+৬৪জিবি) মাত্র ১৫,৯৯০ টাকায় এবং (৪জিবি+৬৪জিবি) মাত্র ১৪,৯৯০ টাকায় পাওয়া যাবে। 

অপরদিকে টেকনো স্পার্ক ৮সি (৪জিবি+১২৮জিবি) মাত্র ১২,৯৯০ টাকায় কিনতে পারবেন। উভয় ফোনেই মূল দামের চেয়ে ১ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

আপনার কাছে কেমন লাগে টেকনো ফোনগুলো? আপনি কি একটি টেকনো ফোন কিনতে আগ্রহী?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *