পরবর্তী প্রজন্মের এক্সবক্স আসছে ২১ মে

xbox invite

মাইক্রোসফটের গেমিং সিস্টেম এক্সবক্সের পরবর্তী প্রজন্ম পরিচিত করা হবে আগামী ২১ মে। কোম্পানিটির একটি নিমন্ত্রণ পত্র থেকে এই তথ্য জানা যায়।

ঐ কার্ডে এক্সবক্স টিম এবং ডন ম্যাট্রিক যৌথভাবে প্রযুক্তিটির “এক নতুন প্রজন্ম” দেখার জন্য মাইক্রোসফটের এক্সবক্স ক্যাম্পাস, রেডমন্ড, ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছে।

মাইক্রোসফট বলছে, ইভেন্টটি গেমস, বিনোদন এবং টেলিভিশনের এক নতুন দিগন্ত সূচনা করবে। অনুষ্ঠানটি এক্সবক্স ডট কম, এক্সবক্স লাইভ এবং স্পাইক টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।

উক্ত নিমন্ত্রণ পত্র প্রকাশ পাওয়ার আগেও বিভিন্ন পত্রপত্রিকায় মে মাসে নতুন এক্সবক্স আসার খবর প্রচারিত হয়েছিল। সনি প্লে স্টেশন ৪ উন্মোচনের মতই, মাইক্রোসফটও প্রাথমিকভাবে পণ্যটির কিছু বর্ণনা ঘোষণা করে পরবর্তীতে বাজারে ছাড়তে পারে।

এক্ষেত্রে জুন মাসে ই৩ কনফারেন্সে সম্পূর্ণ বিস্তারিত আসার সম্ভাবনা রয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *