ত্রুটিপূর্ণ আইফোন নিয়ে বিপাকে ফক্সকন

iphone5ত্রুটিপূর্ণ আইফোন নিয়ে বিপাকে পরেছে চুক্তিভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা ফক্সকন। চীনা এই কোম্পানিটি অ্যাপলের জনপ্রিয় পণ্য আইফোন, আইপ্যাড ইত্যাদি অ্যাসেম্বল করে থাকে। তাই এসব ডিভাইসে কোন সমস্যা দেখা দিলে ফক্সকনকেও তার দায় নিতে হয়। কিন্তু হঠাৎ করে ৮ মিলিয়ন আইফোন মেরামত করতে হবে এটা কোন পক্ষই ভাবেনি।

চায়না বিজনেস জার্নাল এর রিপোর্ট অনুযায়ী গত ১৫ মার্চ অ্যাপল ফক্সকনের নিকট ৫ মিলিয়ন ত্রুটিপূর্ণ আইফোন ফেরত পাঠিয়েছে। আর চীনা কোম্পনিটির সাথে পরিচিত সূত্রের তথ্যানুযায়ী বর্তমানে ফক্সকনের কাছে এরকম ৮ মিলিয়ন ইউনিট আইফোন মেরামতের জন্য অপেক্ষমাণ আছে।

এগুলো ঠিক করতে চাইলে ফক্সকনের প্রায় ২৫৬.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। এর মধ্যে শ্রমিকদের অতিরিক্ত মজুরী ও যন্ত্রাংশ পরিবর্তনে প্রয়োজনীয় ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত অর্থের পরিমাণ ২০১২ সালে ফক্সকন ইন্টিগ্রেটেড ডিজিটাল প্রোডাক্ট বিজনেস গ্রুপের আয়কৃত মুনাফার দুই তৃতীয়াংশের সমান।

মান নিয়ন্ত্রণ জনিত সমস্যা থেকে এর আগেও কোম্পানিটি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে সূত্র জানায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *