প্রতিটি নতুন উইন্ডোজ এপের জন্য নগদ ১০০ ডলার দেবে মাইক্রোসফট!

-windows-storeআপনি বা আপনার পরিচিত কেউ কি উইন্ডোজ ৮ বা উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার ডেভলপ করে থাকেন? তাহলে মাইক্রোসফটের “কিপ দি ক্যাশ” অফারটি গ্রহণ করতে পারেন। কোম্পানিটির উইন্ডোজ ওএস ভিত্তিক এপ্লিকেশন তৈরি করে প্রত্যেকটির জন্য ১০০ ডলার করে মোট ২০০০ ডলার তুলে নেয়ার সুযোগ এসেছে। এজন্য মাইক্রোসফট উইন্ডোজ স্টোর এবং উইন্ডোজ ফোন স্টোরে আপনার ডেভলপকৃত এপ সাবমিট করতে হবে। প্রত্যকে ডেভলপার উভয় স্টোরে ১০টি করে মোট সর্বোচ্চ ২০টি সফটওয়্যার জমা দিয়ে ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এপ সাবমিশনের শেষ তারিখ ৩০ জুন ২০১৩।

আরও যেসব শর্ত প্রযোজ্য হবে সেগুলো হচ্ছে,

১. সকল এপ্লিকেশন প্রয়োজনীয় সার্টিফিকেশন অনুযায়ী তৈরি করতে হবে।

২. সফটওয়্যারগুলোর নির্দিষ্ট লক্ষ্য ও প্রয়োগ থাকা বাঞ্ছনীয়।

৩. ক্লোন বা পুর্বে প্রকাশিত কোন এপ্লিকেশনের নকল করা চলবে না।

৪. অফারটি শুধুমাত্র ৩০ জুন ২০১৩ পর্যন্ত প্রথম ১০,০০০ উপযুক্ত সফটওয়্যারের জন্যই প্রযোজ্য হবে।

৫. শুধুমাত্র নির্দিষ্টসংখ্যক বৈধ অ্যামেরিকানদের জন্য এই সুযোগ উন্মুক্ত থাকবে।

>> আরও বিস্তারিত শর্তাবলী পড়তে এখানে ক্লিক করুন।

বিশ্বের সবচেয়ে বড় পিসি সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের একটি ভাল শুরু হয়েছে বলে দাবি করেছে। এখন পর্যন্ত এর ৬০ মিলিয়ন লাইসেন্স বিক্রি এবং ১০০ মিলিয়ন এপ ডাউনলোড সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে রেডমন্ড। তবে উইন্ডোজ স্টোরে ঠিক কত সংখ্যক এপ্লিকেশন আছে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলতে চায় না কোম্পানিটি। অবশ্য এই প্রমোশনাল ক্যাম্পেইন নিঃসন্দেহে তাদের সফটওয়্যার সংগ্রহ অনেক বাড়িয়ে দেবে। সেই সাথে এন্ড্রয়েড ও আইওএসের যুগে এপ সংকটে ভুগতে থাকা উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমও বাড়তি কিছু সফটওয়্যার উপলভ্যতা অর্জন করবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *