অবশেষে আইপ্যাডের জন্য এলো মাইক্রোসফট অফিস

দীর্ঘ প্রতীক্ষা ও গুজবের পর অ্যাপল আইপ্যাডের জন্যও এলো মাইক্রোসফট অফিস। গতকাল সান ফ্রান্সিসকো’য় আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটি লঞ্চ করেছে উইন্ডোজ নির্মাতা। দুই বছর আগে থেকে বিভিন্ন সূত্র এরকম একটি দিনের আভাস দিয়ে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত ২০১৪তে এসে সকল প্রতীক্ষার অবসান ঘটালো রেডমন্ড।

‘অফিস ফর আইপ্যাড’ ব্যবহার করার জন্য ফ্রি ও পেইড উভয় অপশন দিচ্ছে মাইক্রোসফট। ফ্রি ভার্সনে শুধুমাত্র ডকুমেন্ট দেখা ও প্রেজেন্ট করা যাবে।

আর আইপ্যাডে এমএস অফিস অ্যাপসের সাহায্যে ডকুমেন্ট তৈরি বা এডিট করার জন্য অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন কিনতে হবে।

অবশ্য, আইফোন কিংবা এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য অফিস মোবাইল অ্যাপে এখন থেকে ফ্রি’তেই এসব কাজ করা যাবে। গতকালের ঐ একই ইভেন্টে আইফোন ও এন্ড্রয়েড ফোনের জন্য অফিস মোবাইল সফটওয়্যার ফ্রি করে দিয়েছে মাইক্রোসফট

নিচের লিংকগুলো থেকে আপনার আইপ্যাডের জন্য অফিস অ্যাপস ডাউনলোড করে নিন।

–      মাইক্রোসফট ওয়ার্ড ফর আইপ্যাড

–      মাইক্রোসফট এক্সেল ফর আইপ্যাড

–      মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ফর আইপ্যাড

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *