হাইটেক পার্কের জন্য টাকা জোগাড়ের ভার নিলেন জয়

sajeeb wazed joy ..বাংলাদেশের গাজীপুরে নির্মিতব্য হাই টেক পার্কে সুবিধামত বিদেশি ঋণ না পাওয়া গেলে নিজেই প্রয়োজনীয় অর্থ জোগাড় করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার আগারগাঁওয়ে বিসিসি ভবনের আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ই-ফাইলিং সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে তিনি বলেন, “দেশ আমাদের, আমরা যা করতে চাইব, তাই হবে। ওয়ার্ল্ড ব্যাংক যা চাইবে, তা হবে না, তারা টাকা দিয়ে হুকুম দিতে চায়, এটা হবে না।” সংস্থাটির শর্তের বেড়াজাল নিয়ে আপত্তি তোলেন জয়।

তিনি বলেন, “এটা ফকিরের দেশ না। আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি”; পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ নিয়ে যে জটিলতা হয়েছিল সে সম্পর্কে জয় বলেন “ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেয়, আমরা তা শোধ করি। ওই ঋণ মাগনা দেয় না।”

হাইটেক পার্ক প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণ না পেলে নিজে তৎপর হবেন জানিয়ে তিনি বলেন, “ঋণ না দিলে প্রব্লেম নাই। আমি আপনাদের টাকা জোগাড় করে দেব।”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *