মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮.১ আপডেটের সাথে আসবে ডিজিটাল ব্যক্তিগত সহকারী ‘করটানা’ যা অ্যাপল আইফোনের আর্টিফিসিয়াল ইনটেলিজেন্ট সফটওয়্যার ‘সিরি’র মত কাজ করবে। মাইক্রোসফটের পরিকল্পনার ব্যাপারে খোঁজ খবর রাখে এমন নিজস্ব সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে প্রযুক্তি সাইট দি ভার্জ।

ভয়েস অ্যাক্টিভেটেড এসিস্ট্যান্ট ‘করটানা’ আপনাকে কী নামে ডাকবে সেটি আগে থেকেই ঠিক করে দেয়া যাবে। সফটওয়্যারটির আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে, করটানা আপনার বিভিন্ন তথ্য নোটবুক সিস্টেমে সংরক্ষণ করবে। এতে লোকেশন ডেটা, ফোন নম্বর, রিমাইন্ডার, ব্যক্তিগত তথ্য, আচরণ সংশ্লিষ্ট বিষয়াদি প্রভৃতি এনকোডকৃত থাকবে। গুগল নাউ’য়ের মতই করটানা থেকেও ফ্লাইট শিডিউল, কার্ড ভিত্তিক নোটিফিকেশন দেখা যাবে।
বিং, ফোরস্কয়্যার প্রভৃতি সার্ভিস থেকে উপাত্ত সংগ্রহ করবে করটানা। যদিও পরীক্ষামূলক ভার্সনে এপ্লিকেশনটির নাম ‘করটানা’ বলেই ব্যবহার করেছে মাইক্রোসফট, তবে চূড়ান্ত পর্যায়ে এই নামটিই বহাল থাকবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। আগামী উইন্ডোজ বিল্ড কনফারেন্সে উইন্ডোজ ফোন ৮.১ ডেভলপার প্রিভিউয়ের সাথে ফিচারটি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!