আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক চালাতে কোন সিম ভাল হবে?

বর্তমানে প্রত্যেক অপারেটর আনলিমিটেড ইন্টারনেট প্যাক অফার করছে। রবি, গ্রামীণফোন, টেলিটক, বাংলালিংক সিমে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো কোন সিমে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক সবচেয়ে ভালো হবে? সেই প্রশ্নের উত্তর জানবেন এই পোস্টে।

আনলিমিটেড মেয়াদের এমবি প্যাক কোন সিমে ভাল হবে?

এবার কথা হলো কোন সিম এর আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক সবচেয়ে ভালো হবে। 

প্রথমত একবার চোখ বুলালে সহজেই বুঝা যাবে সবচেয়ে কম দামে সেরা অফার প্রদান করছে টেলিটক। দামে কম হওয়ার পাশাপাশি সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ টেলিটক এর পক্ষ থেকেই আসছে। তবে সমস্যার ব্যাপার হলো অনেক স্থানে টেলিটক এর নেটওয়ার্ক পাওয়াই যায়না।

সেক্ষেত্রে অন্য যেকোনো অপারেটর সিলেক্ট করতে পারেন। তাহলে এখানে বাকি থাকছে রবি, গ্রামীণফোন ও বাংলালিংক। ১৫জিবি ইন্টারনেট প্যাক জিপিতে পাওয়া যাচ্ছে ৫৪৯টাকায়, একই প্যাক গ্রামীণফোনে রয়েছে ৫৪৭টাকায়। দামের ক্ষেত্রে এখানে উভয় প্যাকেজ প্রায় একই। আবার অন্যদিকে রবি ১০জিবি ইন্টারনেট প্যাক অফার করছে যার দাম ৪৪৪টাকা।

তবে ঘুরেফিরে সেই টেলিটক এর চেয়ে এই সিমগুলোর ইন্টারনেট প্যাক এর দাম অনেক বেশি। বাকি তিনটি সিম প্রায় একই ধরনের ইন্টারনেট প্যাক অফার করছে৷ এরপর ৪০জিবি ইন্টারনেট প্যাক অফার করছে গ্রামীণফোন ও বাংলালিংক, যার মধ্যে উভয়েরই দাম ১১৯৯টাকা। অর্থাৎ এখানে একই দামে একই ভ্যালু প্রদান করছে উভয় অপারেটর।

এছাড়া রবি একটি ২০জিবি ইন্টারনেট প্যাক অফার করছে যার দাম ৭৭৭টাকা। প্রয়োজন অনুসারে এই প্যাকটিও কিনতে পারেন।

অর্থাৎ এখানে মূল কথা দাঁড়ায় প্রত্যেকটি অপারেটর প্রায় একই ধরনের আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট অফার প্রদান করছে। এখন আপনার এলাকার নেটওয়ার্ক এর সুবিধামত যেকোনো একটি অফার বাছাই করতে পারেন।

তবে সবচেয়ে ভালো হয় যদি টেলিটক সিম এর আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট কিনতে পারেন যেহেতু এর দাম সবচেয়ে কম৷ তাই টাকা সাশ্রয় করতে চাইলে টেলিটক সেরা পছন্দ হবে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক এর ক্ষেত্রে।

best sim for unlimited validity internet

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কোন সিম কি ধরনের ইন্টারনেট প্যাক অফার করছে?

আমাদের পোস্টে কোন অপারেটরে আনলিমিটেড ইন্টারনেট ভালো দামে পাওয়া যাচ্ছে সে বিষয় জানতে পারবেন।

আনলিমিটেড ইন্টারনেট প্যাক কেনার কোড জানতে চাইলে আমাদের বিস্তারিত পোস্টগুলো ঘুরে আসতে পারেন। প্রথমত জেনে নিবো গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাক সম্পর্কে। গ্রামীণফোন ৫৪৯টাকায় ১৫জিবি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট অফার করছে। পাশাপাশি ৪০জিবি আনলিমিটেড ইন্টারনেট প্যাক রয়েছে যার দাম ১১৯৯টাকা। গ্রামীণফোনের মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন।

এরপর আসে রবি। রবি তিনটি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক অফার করছে। এর মধ্যে একটি হলো ১০জিবি ইন্টারনেট প্যাক যার দাম ৪৪৪টাকা। রয়েছে ২০জিবি ইন্টারনেট প্যাক যার দাম ৭৭৭টাকা। এছাড়া আরো একটি ৫০জিবি ইন্টারনেট প্যাক রয়েছে যার দাম ১৪৪৪টাকা। দেখে নিন রবি আনলিমিটেড ইন্টারনেট চালু করার নিয়ম

বাংলালিংকও অফার করছে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক। ১৫জিবি বাংলালিংক ইন্টারনেট প্যাক এর দাম ৫৪৭টাকা। এছাড়া একটি ৪০জিবি ইন্টারনেট প্যাক রয়েছে যার দাম ১১৯৯টাকা। বাংলালিংক আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট চালু করার নিয়ম দেখুন।

সবশেষে আসে টেলিটক। টেলিটক শুধুমাত্র দুইটি আনলিমিটেড ইন্টারনেট প্যাক অফার করছে। এখানে প্রথমটি হলো ১২৭টাকায় ৬জিবি ইন্টারনেট প্যাক, অন্যটি হলো ৩০৯টাকায় ২৬জিবি ইন্টারনেট প্যাক। টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন

আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক চালাতে কোন সিম ভালো সে সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *