নতুন তিন ৫জি স্মার্টফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ সিরিজের নতুন তিনটি ৫জি ফোন নিয়ে আসলো স্যামসাং। এই ফোন তিনটির সাথে স্যামসাং এর নতুন প্রসেসর এক্সিনোস ১২৮০ ও বাণিজ্যিকভাবে বাজারে চলে আসলো। চলুন জেনে নেওয়া যাক সদ্য মুক্তি পাওয়া তিনটি স্যামসাং স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি এ৭৩, এ৫৩ ও এ৩৩ সম্পর্কে।

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি

তিনটি ফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনটিতে সবচেয়ে বড় ডিসপ্লে রয়েছে। ৬.৭ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে ফোনটিতে, যার রেজ্যুলেশন ফুল এইচডি প্লাস। এই ডিসপ্লে আবার ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড।

১০৮মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড, ৫মেগাপিক্সেল ম্যাক্রো ক্যাম ও ৫মেগাপিক্সেল ডেপথ সেস্নর রয়েছে ফোনটিতে। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি একটি কোয়াড ক্যামেরার ফোন। ফোনটির সামনে থাকছে ৩২মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৬জিবি বা ৮জিবি র‍্যাম এর সাথে ১২৮জিবি বা ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি। ৫০০০মিলিএম্প এর ব্যাটারিকে চার্জ করা যাবে ২৫ওয়াট এর ফাস্ট চার্জার দ্বারা। মজার ব্যাপার হচ্ছে এই ফোনটির প্রসেসর ও দাম সম্পর্কে কিছুই জানায়নি স্যামসাং।

Samsung Galaxy A73

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি 
    • সুপার অ্যামোলেড
    • ফুল এইচডি প্লাস
    • ১২০হার্জ রিফ্রেশ রেট
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ
    • ১০৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা
    • ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা
    • ৫মেগাপিক্সেল ডেপথ সেন্সর
    • ৫মেগাপিক্সেল ম্যাক্রো ক্যাম
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প 
  • চার্জিংঃ ২৫ওয়াট

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি

গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনটিতে ৬.৫ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজ্যুলেশন ফুল এইচডি প্লাস ও এতে ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। ফোনটির পাঞ্চ হোল ডিসপ্লেতে ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা স্থান পেয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনটিতে ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে। ৬৪মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি এ৭৩ এর মত ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড, ৫মেগাপিক্সেল ম্যাক্রো ক্যাম ও ৫মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকছে এ৫৩ ফোনটিতে। 

মসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি

নতুন চিপসেট এর কল্যাণে ফোনটির নাইট মোডে উল্লেখযোগ্য উন্নতি এসেছে। এছাড়া পোট্রেইট মোডে এখন দুইটি ক্যামেরা ব্যবহার করে ফোনটি, যার ফলে সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড সেপারেশন আগের চেয়ে ভালো। এছাড়া ভিডিও এর জন্য লাইট বিবেচনায় অটোমেটিক সেরা ফ্রেম রেট বেছে নিয়ে সক্ষম ফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনটিতে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে, যা ২৫ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির বেস ভ্যারিয়েন্ট এর দাম ৪৪৯ ইউরো।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি 
    • সুপার অ্যামোলেড
    • ফুল এইচডি প্লাস
    • ১২০হার্জ রিফ্রেশ রেট
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ
    • ৬৪মেগাপিক্সেল মেইন ক্যামেরা
    • ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা
    • ৫মেগাপিক্সেল ডেপথ সেন্সর
    • ৫মেগাপিক্সেল ম্যাক্রো ক্যাম
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প 
  • চার্জিংঃ ২৫ওয়াট

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনটির ৬.৪ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজ্যুলেশন এর ডিসপ্লে ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ক্যামেরা সেকশনে এখানেও কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে।

৪৮মেগাপিক্সেল মেইন সেন্সর এর পাশাপাশি ৮মেগাপিক্সেল এর আলট্রাওয়াইড, ৫মেগাপিক্সেল এর ডেপথ সেস্নর ও ২মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের সামনের নচে স্থান পেয়েছে ১২মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি

এই ফোনটিতে ৫০০০মিলিএম্প ব্যাটারি থাকলেও চার্জার হিসেবে থাকছে ১৫ওয়াট এর চার্জার। এ৫৩ এর মত ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এবং ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উল্লেখ্য যে তালিকায় উল্লেখিত তিনটি ফোনেই ১টেরাবাইট পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি পাওয়া যাবে ৩৬৯ ইউরো দামে।

স্যামসাং গ্যালাক্সি ৩৩ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি 
    • সুপার অ্যামোলেড
    • ফুল এইচডি প্লাস
    • ৯০হার্জ রিফ্রেশ রেট
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ
    • ৪৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা
    • ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা
    • ৫মেগাপিক্সেল ডেপথ সেন্সর
    • ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যাম
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প 
  • চার্জিংঃ ১৫ওয়াট

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনটিতে আউট অফ দ্যা বক্স দেখা মিলবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ওএস ৪.১। স্যামসাং প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী ৫বছর সিকিউরিটি আপডেট ও মোট ৪টি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পাবে ফোনটি। 

👉 স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২

উল্লেখিত ফোন তিনটির পাশাপাশি গ্যালাক্সি বাডস২ ও বাডস লাইভ এর জন্য নতুন Onyx কালার বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। মূলত এই নতুন কালার এ-সিরিজের ফোনগুলোর সাথে বেশ দারুণ মানাবে।

স্যামসাং গ্যালাক্সি এ৭৩, এ৫৩ ও এ৩৩

উল্লেখ্য যে স্যামসাং এর গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলোর বক্সে চার্জার দেওয়া থাকবেনা। অ্যাপল এর মত পরিবেশ বান্ধব নীতি অনুসরণ করছে স্যামসাং। স্যামসাং আরো জানিয়েছে এই ফোনগুলোর বক্স সাসটেইনেবল সোর্সড কাগজ এর মাধ্যমে তৈরী। আবার ফোনের সাইড বাটন ও সিম কার্ড ট্রে তৈরিতে ব্যবহৃত ম্যাটেরিয়াল গুলো রিসাইকেলড বলে জানায় স্যামসাং।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *