গতবছরের শেষের দিকে চীনের বাজারে শাওমি ১২ সিরিজ মুক্তি পায়। অবশেষে এই সিরিজের ফোনগুলো আন্তর্জাতিক বাজারে নিয়ে এসেছে শাওমি। শাওমি ১২, ১২ প্রো ও ১২এক্স – এই তিনটি ফোন থাকছে শাওমি ১২ সিরিজে।
শাওমি ১২ ও ১২ প্রো হলো শাওমি’র ফ্ল্যাগশিপ ডিভাইস যা কোয়ালকম এর লেটেস্ট চিপসেট, হাই রিফ্রেশ রেট, অসাধারণ ক্যামেরা হার্ডওয়্যার, ইত্যাদি ফিচারে পরিপূর্ণ। অন্যদিকে শাওমি ১২এক্স হলো অনেকটা বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ এর অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে তৈরী একটি ডিভাইস। চলুন জেনে নেওয়া আন্তর্জাতিক বাজারে সদ্য মুক্তি পাওয়া শাওমি ১২ সিরিজের ফোন তিনটি সম্পর্কে বিস্তারিত।
শাওমি ১২ প্রো – Xiaomi 12 Pro
প্রথমে কথা বলা যাক শাওমি ১২ প্রো ফোনটি সম্পর্কে। এই বছর যদি শাওমি কোনো শাওমি ১২ আলট্রা বাজারে না আনে, তবে এই ফোনটি হতে যাচ্ছে এই বছরের শাওমি ফ্ল্যাগশিপ। প্রায় সকল ধরনের প্রিমিয়াম ফিচার রয়েছে এই ফোনটিতে। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮ জেন১ চিপ এর পাশাপাশি এই ফোনটিতে রয়েছে ১২জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র্যাম ও ২৫৬জিবি পর্যন্ত ইউএফএস.৩.১স্টোরেজ।
৬.৭৩ইঞ্চির কোয়াড এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে শাওমি ১২ প্রো ফোনটিতে। সর্বোচ্চ ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে এতে। আলাদা করে এই ডিসপ্লের ৫০০নিট পিক ব্রাইটনেস এর কথা উল্লেখ না করলেই নয়। ডিসপ্লেটি গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা প্রটেক্টেড ও ফ্রন্টে সেল্ফি ক্যামেরার জন্য হোল-পাঞ্চ কাটআউট রয়েছে।
ক্যামেরা কথা যখন হচ্ছে, তখন শাওমি ১২ প্রো এর ক্যামেরা সম্পর্কে আগে জেনে নেওয়া যাক। শাওমি ১২ প্রো ফোনটির ব্যাকে ৫০মেগাপিক্সেল এর তিনটি সেন্সর রয়েছে। আবার ফোনের সামনে রয়েছে ৩২মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা। এছাড়াও ৮কে ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি ৪কে এইচডিআর ১০+ রেকর্ডিং সাপোর্ট রয়েছে ফোনটিতে।
শাওমি ১২ প্রো এর এই অসাধারণ হার্ডওয়্যারকে সাপোর্ট যোগাতে থাকছে ৪৬০০মিলিএম্প এর ব্যাটারি। এছাড়া ১২০ওয়াট ফাস্ট চার্জার দ্বারা এই ব্যাটারি শূন্য থেকে ১০০% চার্জ করা যাবে মাত্র ১৮মিনিটের মধ্যে।
একনজরে শাওমি ১২ প্রো এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৭৩ইঞ্চি অ্যামোলেড (+১২০হার্জ রিফ্রেশ রেট)
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- র্যামঃ ৮জিবি / ১২জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
- মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪,৬০০মিলিএম্প
- চার্জিংঃ ১২০ওয়াট ফাস্ট চার্জিং
৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেল এর শাওমি ১২ পাওয়া যাবে ৯৯৯ডলার দামে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
শাওমি ১২ – Xioami 12
সাধারণ শাওমি ১২ ফোনটিকে শাওমি ১২ প্রো এর কিছুটা কাটছাট ভার্সন বলা চলে। তবে একই প্রসেসর, র্যাম ও স্টোরেজ অপশন রয়েছে শাওমি ১২ ফোনটিতে। এছাড়া ৬.২৮ইঞ্চির ফুলএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনটিতে যা আবার ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। সর্বোচ্চ ১১০০নিট এর পিক ব্রাইটনেস প্রদান করতে পারে শাওমি ১২।
প্রো মডেল এর ন্যায় সাধারণ মডেল এর ডিসপ্লে এতো আহামরি না হলেও শাওমি ১২ ফোনটির ডিসপ্লেতে গরিলা গ্লাস ভিক্টাস এর প্রটেকশন রয়েছে। প্রো মডেল এর মত ৩২মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে শাওমি ১২ ফোনটিতে।
শাওমি ১২ এর রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে ৫০মেগাপিক্সেল মেইন সেন্সর, ১২মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৫মেগাপিক্সেল টেলিম্যাক্রো ক্যামেরা। শক্তিশালী চিপসেট এর কল্যাণে পারফরম্যান্স বা ছবি তোলার ক্ষেত্রে শাওমি ১২ ও ১২ প্রো এর আউটপুট রেজাল্ট একই।
শাওমি ১২ তে রয়েছে ৪৫০০মিলিএম্প এর ব্যাটারি যা ব্যবহারীগণ চাইলে ৫০ওয়াট ওয়্যারলেস চার্জার দ্বারা কিংবা ৬৭ওয়াট ওয়্যারড চার্জার দ্বারা ফোন দ্রুত চার্জ করতে পারে। এছাড়াও ফোনটিতে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট এবং ডুয়াল স্টিরিও স্পিকার সেটাপ ও রয়েছে।
একনজরে শাওমি ১২ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.২৮ইঞ্চি ওলেড (+ ১২০হার্জ রিফ্রেশ রেট)
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- র্যামঃ ৮জিবি / ১২জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
- মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪,৫০০মিলিএম্প
- চার্জিংঃ ৬৭ওয়াট ফাস্ট চার্জিং
শাওমি ১২ ফোনটি পাওয়া যাবে ৭৪৯ডলারে, যাতে ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ রয়েছে।
👉 শাওমি রেডমি ১০সি স্মার্টফোনের তথ্য ফাঁস
শাওমি ১২এক্স – Xioami 12X
শাওমি ১২এক্স ফোনটিকে “অ্যাফোর্ডেবল ফ্ল্যাগশিপ” এর তকমা দেওয়া চলে। তবে শাওমি ১২ ও ১২ এর মত এই ডিভাইসটিতে কোয়ালকম এর লেটেস্ট প্রসেসর থাকছেনা। শাওমি ১২এক্স ফোনটিতে চিপসেট হিসাব থাকছে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। এছাড়া ৮জিবি এলপিডিডিআর৫ র্যাম ও ২৫৬জিবি পর্যন্ত ইউএফএস৩.১ স্টোরেজ থাকছে শাওমি ১২এক্স ফোনটিতে। এই ফোনটির ডিসপ্লের সাইজ শাওমি ১২ এর মতো একই।
শাওমি ১২ এর মত একই ক্যামেরা ফিচার রয়েছে শাওমি ১২এক্স ফোনটিতে। ৫০মেগাপিক্সেল মেইন সেন্সর এর পাশাপাশি রয়েছে ১২মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৫মেগাপিক্সেল টেলিম্যাক্রো ক্যামেরা। ৩২মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা তো থাকছেই৷
শাওমি ১২এক্স ফোনটিতে ৪৫০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ওয়্যারড চার্জার দ্বারা বেশ দ্রুত চার্জ করা যবে। এছাড়া শাওমি ১২ এর মতো ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট ও ডুয়াল স্পিকার সুবিধা রয়েছে শাওমি ১২এক্স ডিভাইসটিতে।
👉 নতুন দুটি পোকো স্মার্টফোন নিয়ে আসলো শাওমি
একনজরে শাওমি ১২এক্স এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.২৮ইঞ্চি ওলেড ডিসপ্লে (+১২০হার্জ রিফ্রেশ রেট)
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৭০
- র্যামঃ ৮জিবি / ১২জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
- মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪,৫০০মিলিএম্প
- চার্জিংঃ ৬৭ওয়াট ফাস্ট চার্জিং
৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের শাওমি ১২এক্স পাওয়া যাবে ৬৪৯ডলারে।
নতুন শাওমি ১২ সিরিজের ফোনগুলো বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে পাওয়া যাবে। আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপ থেকে শুরু করে এশিয়াতে শাওমি ১২ সিরিজ বাজারে চলে আসবে। তবে সকল অঞ্চলের জন্য দাম শাওমি ১২ সিরিজের দাম জানায়নি শাওমি। গ্রে, পার্পল ও ব্লু – এই তিনটি কালারে পাওয়া যাবে শাওমি ১২ সিরিজের ফোন তিনটি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।