স্যামসাং গ্যালাক্সি এম১১ দিচ্ছে ৩ ক্যামেরা ও ৫কে ব্যাটারি

মাত্র কিছুদিন আগেই স্যামসাং ঘোষণা করেছিল গ্যালাক্সি এম২১ এবং গ্যালাক্সি এ৩১ যেগুলো মূলত বাজেট রেঞ্জের স্মার্টফোন। আজ অনেকটা নীরবেই স্যামসাং প্রকাশ করল গ্যালাক্সি এম১১ মডেলের আরো একটি এন্ট্রি-লেভেল বাজেট ফোন যেটি মূলত গত বছরের গ্যালাক্সি এম১০ এর উত্তরসূরী।

নতুন স্যামসাং গ্যালাক্সি এম১১ ফোনটি একটি অক্টাকোর প্রসেসরে চলবে যার গতি ১.৮ গিগাহার্টজ, কিন্তু এর চিপসেটের নাম প্রকাশ করেনি স্যামসাং। ডিভাইসটির দুটি ভেরিয়েশন থাকবে ৩/৩২ জিবি এবং ৪/৬৪ জিবি।

গ্যালাক্সি এম১১ ফোনের পিছনের দিকে থাকছে তিনটি ক্যামেরা লেন্সঃ ১৩+৫+২ মেগাপিক্সেল।

সেলফি তোলার জন্য সামনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, যেটি পাঞ্চহোল সিস্টেমে স্ক্রিনের উপরের দিকে বামপাশে বসানো আছে।

স্যামসাংয়ের লেটেস্ট মডেলের এই এন্ট্রি লেভেল স্মার্টফোনে থাকছে ৫০০০ এমএএইচ বাটারি, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটির পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

এন্ড্রয়েড ১০ ওএস চালিত গ্যালাক্সি এম১১ এর দাম এবং বিক্রি শুরুর তারিখ জানায়নি স্যামসাং। আশা করি শীঘ্রই তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে দাম এবং বিক্রি শুরুর তারিখ জানাবে কোম্পানিটি।

আরও পড়ুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *