স্যামসাং গ্যালাক্সি এ৩১ আসছে ৫০০০ mAh ব্যাটারি ও ৪৮মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে

স্যামসাং এবং শাওমির মধ্যে যেন স্মার্টফোন রিলিজের প্রতিযোগিতা চলছে। কয়েকদিন আগে স্যামসাং ঘোষণা করেছিল গ্যালাক্সি এম২১, আর গতকাল স্যামসাং ঘোষণা করল গ্যালাক্সি এ৩১! শাওমিও গত এক সপ্তাহের মধ্যে দুটি ফোন লঞ্চ করেছে। একটি হচ্ছে রেডমি নোট ৯এস এবং অপরটি রেডমি কে৩০ প্রো

তো, চলুন দেখে নিই কী থাকছে স্যামসাং গ্যালাক্সি এ৩১ ফোনে।

  • ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে
  • অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • মিডিয়াটেক হেলিও পি৬৫ প্রসেসর
  • ৪জিবি-৬৪জিবি এবং ৬জিবি-১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েশন
  • মেমোরি কার্ড সাপোর্ট ৫১২ জিবি পর্যন্ত
  • পেছনের দিকে চারটি ক্যামেরা লেন্স
  • ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা, সাথে  আরও তিনটি সেন্সর (৮+৫+৫)
  • 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ১০, ওয়ান ইউআই ২.০
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়াল সিম ডুয়াল ৪জি, ভোল্টি
  • ৫০০০ mAh ব্যাটারি, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং

স্যামসাং শীঘ্রই এর দাম এবং বিক্রি শুরুর তারিখ প্রকাশ করবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *