আজকের পোস্টে যে বিষয়গুলো শেয়ার করব, সেগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইবাসীর জন্য স্বাভাবিক মনে হলেও বাকি আমাদের জন্য কম্পিউটার গ্রাফিক্স বা হলিউডের স্পেশাল গ্রাফিক্স মনে হতে পারে। তেমনই কিছু অবিশ্বাস্য ব্যাপার আপনাদের সামনে তুলে ধরছি এখন।
আকাশ এবং মাটি, উভয় দিক থেকেই দুবাই দেখতে অসাধারণ।
দুবাই এর জিপগুলোও কিং সাইজের হয়!
যদি আপনি ট্রাফিকে বিরক্ত হয়ে যান তাহলে শহরে এভাবে আপনার গাড়িটিকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যেতে পারবেন!
পুলিশরা এখানে বেন্টলেইস, ফেরারি এবং ল্যাম্বরগিনি ব্যবহার করেন!
চকোলেটের পরিবর্তে আপনি গোল্ড ভেন্ডিং মেশিন থেকে সোনার বার কিনতে পারবেন!
এখানে স্বর্ণকে অন্যরকম সম্মান দেওয়া হয়।
দুবাইয়ের বাসিন্দারা বিড়ালের পরিবর্তে চিতা/বাঘ পোষেন!
এখানের বিনোদনও আলাদা রকমের হয়। উদাহরণস্বরুপ রোবট জকির উট দৌড়!
যার কাছে টাকা নেই, সে স্থানীয় সুপারমার্কেটের বিশেষ তাক থেকে ফ্রি খাবার পেতে পারেন।
আবার, যাদের অনেক টাকা আছে তাদের খরচের জন্য অনেক উপায়ও দুবাইতে আছে। উদাহরণস্বরুপ ১০০০ ডলার দিয়ে সোনায় মোড়ানো খাবার কিনতে পারেন।
অ্যাকুরিয়াম দেয়ালওয়ালা হোটেলে থাকতে পারেন।
আকাশ ছুঁয়ে টেনিস খেলতে পারেন।
এভাবে সারফিংয়ে যেতে পারেন।
বাইরে ৫০ ডিগ্রি সেলসিয়াসের হুলস্থূল তাপমাত্রা। কিন্তু এর মধ্যেও দুবাই অবস্থিত পৃথিবীর সবথেকে বড় মলে বরফের মধ্যে স্কিইং করে যেতে পারেন!!
ঘোড়ার মত দেখতে বাইক কিনতে পারেন।
তো, কেমন লাগল দুবাইয়ের বিস্ময়কর এই ব্যাপারগুলো? আপনি যদি দুবাই ঘুরে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করার আমন্ত্রণ রইল।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।