কম দামে আইফোন ৬ বাজারে আনল অ্যাপল

অ্যাপল গতবছর যখন আইফোন ৭ নিয়ে আসলো তখন তারা আইফোন ৬এস নিয়ে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। ডিভাইসটির ১৬ ও ৬৪ জিবি ভার্সনের নতুন সংস্করণ আর তেমন একটা পাওয়া যাচ্ছিলনা। কিন্তু এখন অ্যাপল এশিয়ার বাজারে আইফোন বিক্রি আরো প্রসারিত করতে আইফোন ৬ এর ৩২ জিবি সংস্করন নিয়ে আসছে।

অ্যাপলের পরিকল্পনা বিভাগের সাথে যুক্ত একজন কর্মীর বরাতে প্রযুক্তিবিষয়ক সাইট  ম্যাশেবল জানায়, এই ফোনটি চীন সহ এশিয়ার কিছু উন্নয়নশীল দেশে পাওয়া যাবে। বর্তমানে ফোনটির স্পেস গ্রে কালার ভ্যারিয়েন্ট ভারতের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৪৩৫ ডলারে। তাইওয়ানে আগামী ১০ই মার্চ থেকে ফোনটি পাওয়া যাবে সর্বোচ্চ  ৩০ মাসের ইএমআই সুবিধাসহ।

তবে নতুনভাবে তৈরি এই আইফোন ৬ বাংলাদেশে এখনও পাওয়া যাচ্ছেনা। যদিও অ্যাপল এই ফোনটির মাধ্যমে উন্নয়নশীল দেশে আইফোনের ব্যাবসা প্রসারিত করতে চায়। হয়ত বাংলাদেশেও পুরাতন আইফোন ৬ নতুনরূপে এসে হাজির হবে একদিন।

চলুন দেখে নেই এই ফোনটির কনফিগারেশনঃ

  • Body: 129g, 6.9mm thickness
  • OS: iOS 10.2
  • Storage: 32GB storage, no card slot
  • Resolution: 750×1334 pixels
  • Display: 4.7″ 1080p
  • Camera: 8 MP & 1.2 MP
  • RAM: 1GB
  • Battery: 1810mAh Li-Pro

আইফোন ৬ এবং ৬ প্লাসের শুধুমাত্র ১৬, ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ অপশন ছিল। কোনো ৩২জিবি ভার্সন ছিলনা। আর এবার আইফোন ৬ এর ৩২জিবি ভার্সন এলো। স্টোরেজ বাদে আর সব কিছুই পূর্বের আইফোন ৬ এর মতই।  কিন্তু তুলনামূলকভাবে এই ফোনটি অ্যাপলের অন্য সকল ফোনের থেকে নিম্নমূল্যের। আপনার কী মনে হয়, এই ফোনটি এশিয়ার স্মার্টফোন বাজারে সাড়া ফেলতে পারবে?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *