একের পর এক নতুন নতুন ফিচার ও ডিজাইন টুইক পরীক্ষা করছে ফেসবুক। এই তালিকায় যুক্ত হয়েছে এন্ড্রয়েড ললিপপের ম্যাটেরিয়াল ডিজাইন ইন্টারফেস। বেশ কিছুদিন ধরেই ফেসবুকের এন্ড্রয়েড অ্যাপে কিছু কিছু ব্যবহারকারী ম্যাটেরিয়াল ডিজাইন লক্ষ্য করছেন। (বড় আকারে দেখতে ছবির উপর ক্লিক করুন)
এন্ড্রয়েডের ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখে এমন একটি ওয়েবসাইট ‘এন্ড্রয়েড পুলিশ’ সম্প্রতি এই পরিবর্তন সনাক্ত করেছে। এতে ফেসবুক অ্যাপের মূল স্ক্রিনের নিচের দিকে ডান পাশে ম্যাটেরিয়াল ডিজাইনের অনুরূপ স্ট্যাটাস কম্পোজার শর্টকাট দেখা যাচ্ছে।
এছাড়া আরও কয়েকজন ব্যবহারকারী তাদের ফেসবুক এন্ড্রয়েড অ্যাপে একাধিক ম্যাটেরিয়াল ডিজাইন শর্টকাট পেয়েছেন।
বর্তমানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ফেসবুকারের এন্ড্রয়েড অ্যাপে ম্যাটেরিয়াল ডিজাইন কম্পোনেন্ট দেখা যাচ্ছে। যেহেতু এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তাই কবে নাগাদ সবার নিকট আপডেটটি উপলভ্য হবে, কিংবা আদৌ হবে কিনা তা নিশ্চিত নয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।