স্যামসাং স্মার্ট টিভি’র ভয়েস কমান্ড নিয়ে প্রাইভেসি আতংক

স্যামসাংয়ের নতুন স্মার্ট টিভিগুলো চমৎকার সব ভয়েস কমান্ড ফিচার নিয়ে আসছে, যার ফলে এখন থেকে রিমোট ছাড়াই শুধুমাত্র মৌখিক নির্দেশনার মাধ্যমে চ্যানেল পাল্টানো, শব্দের মাত্রা নিয়ন্ত্রণ প্রভৃতি কাজ সম্ভব হবে। ফিচারটি সত্যিই অসাধারণ, কিন্তু এরও কিছুটা সমস্যা রয়েছে।

স্যামসাংয়ের প্রাইভেসি পলিসি অনুযায়ী, ভয়েস কমান্ড সুবিধার উন্নয়নের জন্য স্মার্ট টিভিতে যতক্ষণ এই ফিচারটি চালু থাকবে ততক্ষণ আশেপাশের সকল কথাবার্তা এটি রেকর্ড করবে ও থার্ড-পার্টি সার্ভারে প্রেরণ করবে। সুতরাং আপনি যদি আপনার টিভির আশেপাশে কোনো গোপনীয় বিষয়ে কথা বলেন, তাহলে সেটাও স্যামসাংয়ের উল্লিখিত সেই অচেনা ‘তৃতীয় পক্ষ’ পেয়ে যাবে।

স্যামসাংয়ের এহেন নীতি ইতোমধ্যেই বেশ আলোচনা-সমালোচনার সম্মুখীন হয়েছে। অবশ্য অ্যাপলের ‘সিরি’ ও মাইক্রোসফটের ‘এক্সবক্স অলওয়েজ লিসেনিং’ ফিচারও একই রকম গোপনীয়তা লঙ্ঘন সম্পর্কিত উদ্বেগ সৃষ্টি করেছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *