জোনাকির মত আলো দেবে মাইক্রোসফট লুমিয়ার ওয়্যারলেস চার্জার!

লুমিয়া স্মার্টফোনের জন্য নতুন মডেলের ওয়্যারলেস চার্জার নিয়ে এসেছে মাইক্রোসফট এবং নকিয়া। এই নতুন প্রজন্মের ডিটি-৯৩০ ব্লুটুথ ৪.০ ওয়্যারলেস চার্জারে রয়েছে এলইডি লাইট যা আপনার ফোনে নোটিফিকেশন আসার সাথে সাথে আলোকিত হয়ে উঠবে।

যেসব লুমিয়া ডিভাইস উইন্ডোজ ফোন ৮.১.১ (আপডেট ১) এ চলে এই চার্জারটি সেগুলোর সাথে ব্লুটুথ এর মাধ্যমে পেয়ার করা যাবে। ফোনের চার্জ ৩০% এর নিচে নেমে গেলে এই চার্জারের এলইডি লাইট বার বার জ্বলে-নিভে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করবে। আর তখনি যদি ফোনটিকে চার্জারে স্থাপন করা হয় তবে লাইটটি জলে থাকবে। একই ভাবে যখন কল বা ম্যাসেজ আসবে তখন এটি এলইডি লাইটের মাধ্যমে সংকেত দিবে।

উইন্ডোজ ফোন ৮.১.১ এর আক্সেসরি অ্যাপস সেকশনে এই চার্জার নিয়ন্ত্রণ করার জন্য অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। সহজে পেয়ার করার জন্য এতে এনএফসি সাপোর্টও দেয়া আছে।

ডিটি-৯৩০ তিনটি রঙে পাওয়া যাচ্ছে সবুজ, কমলা এবং সাদা। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ ডলার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *