এন্ড্রয়েডের জন্য পিকচারসকিউ নামের নতুন একটি লক স্ক্রিন অ্যাপ লঞ্চ করেছে মাইক্রোসফট। অ্যাপটি অনেকটাই দ্বিতীয় হোমস্ক্রিনের মত। এখানে অনেকগুলো ফিচার থাকছে যেমন, মাল্টি স্ক্রিন, নিউজ ফিড, বিং সার্চ বার, ওয়েদার রিপোর্ট, নোটিফিকেশন সহ বেশ কিছু শর্ট কি। এতে বিং সার্চ ইন্টারফেসের চমৎকার ছবিগুলোকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেয়া হয়েছে।
পিকচারসকিউ লক স্ক্রিন মূলত স্ক্রিনকে একেবারে লক করছে না বরং বেশ কিছু উইজেড ব্যবহারের সুবিধা দিচ্ছে।
তবে চিন্তার ব্যপার হল, এমন কয়জন ব্যবহারকারী আছেন যারা তাদের পছন্দের লক স্ক্রিন বাদ দিয়ে এটি ব্যবহার করবেন যেখানে এন্ড্রয়েডের ইতোমধ্যেই অনেক গুলো লক স্ক্রিন আছে এবং মাইক্রোসফট যে সব ফিচার দিয়েছে তা প্রায় সবই এন্ড্রয়েড এর বর্তমান লকস্ক্রিন গুলোতে পাওয়া যায়। অপরদিকে লক স্ক্রিনের বিভিন্ন উইজেড গুলো প্রচুর পরিমানে ডাটা, র্যাম এবং চার্জ খরচ করে বলে অনেকেই এগুলো পছন্দ করেন না।
পিকচারসকিউ লক স্ক্রিন ডাউনলোড করতে চাইলে এই প্লে স্টোর লিংক ভিজিট করুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।