ফেসবুকে ভয়ংকর পর্নোগ্রাফিক ফাঁদ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই মুহুর্তেঅন্যতম বড় হুমকি ফেসবুকে ছড়ানো ভুয়া পর্নোগ্রাফিক ভিডিও ফাঁদ যা ফ্ল্যাশ প্লেয়ার আপডেট করার নামে কম্পিউটারে আক্রমণ করে।

এসব ফেইক পর্নোগ্রাফিক লিংকে ক্লিক করা মাত্রই এটি ব্যবহারকারীর ভিডিও প্লেয়ারটি আপডেট করতে বলবে। তখন ঐ ভুয়া আপডেট ডাউনলোড শুরু করলে কম্পিউটারে ম্যালওয়্যার ডাউনলোড হবে এবং সাইবার আক্রমণকারীরা বাইরে থেকে কম্পিউটারটি এক্সেস করার সুযোগ পাবে।

সিক্যুরিটি গবেষক মোহাম্মাদ ফাগানি ব্যবহারকারীদের সতর্ক করে বলেন, এই ট্রোজান দ্বারা আক্রান্ত ফেসবুক ব্যবহারকারীর বন্ধুরাও ক্ষতিকর পোস্টে অটো-ট্যাগড হয়ে যান। তিনি আরও বলেন এটা ২ দিনের মধ্যে ১১০,০০০ ব্যবহারকারীকে আক্রান্ত করতে পারে। ম্যালওয়্যারটি মাউস এবং কিবোর্ড এর মুভমেন্টও হাইজ্যাক করতে পারে।

তবে ফেসবুক বলেছে তারা এই ট্রোজান সম্পর্কে অবগত এবং এটা ব্লক করার জন্য কাজ করছে। গত সপ্তাহে লিজার্ড স্কোয়াড নামক হ্যাকার গ্রুপ বলেছিল তারা ফেসবুক, ইন্সটগ্রাম এবং টিন্ডার বন্ধ করেছিল। তবে ফেসবুক তা অস্বীকার করেছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,568 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *