বর্তমান সময়ে সবাই চায় নিজে কিছু উপার্জন করতে, এর জন্য প্রয়োজন একটা চাকরি বা ভালো ব্যবসা। নিজের পছন্দ মত চাকরি খুঁজে পাওয়া কিন্তু সহজ নয়। তবে এখন একটু চেষ্টা করলেই আপনিও পারেন নিজের ঘরে বসে আপনার পছন্দের কাজ করে আয় করতে, আউটসোর্সিং এর মাধ্যমে।
একজন দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্সার আউটসোর্সিং এর মাধ্যমে বেশ ভাল আয় করতে পারেন। এর জন্য দরকার সঠিক দিকনির্দেশনা, যা একটি ভাল প্রশিক্ষনই দিতে পারে। এই লক্ষেই আগামী ০৯, ১০ ও ১১ই মার্চ ২০১৪ Jobsctg.com ও Beacon IT যৌথভাবে আয়োজন করেছে ফ্রিল্যান্স, আউটসোর্সিং ও এসইও বিষয়ক কর্মশালা। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ও কার্যকর বিষয়বস্তু ভিত্তিক প্রশিক্ষন এবং প্রশিক্ষন পরবর্তী কাজের সুবিধার জন্য সকল উপকরণের সফট কপি প্রশিক্ষণার্থীদেরকে দেয়া হবে।
প্রশিক্ষনের বিষয়বস্তু হিসেবে থাকছেঃ
1. Search Engine Optimization (ON PAGE)
2. Keyword and Website Analysis
3. On-Page Optimization
4. Search Engine Optimization (OFF PAGE)
5. Website Promotion /Link Building /Off-Page Optimization
6. Freelancing, Professional Blogging & Affiliate Marketing
Dewanhat, Chittagong.
অন্যান্য সুবিধাসমুহঃ
১। প্রশিক্ষন উপকরন এর সফট কপি।
২। ওয়ার্কশপ এর ধারণকৃত ভিডিও (সফট কপি)।
সফলভাবে কর্মশালা শেষ করার পর Jobsctg.com এর পক্ষ থেকে সার্টিফিকেট দেয়া হবে।
এই কর্মশালার বিষয়বস্তু এবং উপকরণ প্রশিক্ষণার্থীদের নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে এবং পরবর্তীতে ফ্রিল্যান্সিং এর জগতে সফলতারসাথে কাজ করতে সাহায্য করবে।
রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা।
রেজিস্ট্রেশন করার শেষ তারিখ আগামী ৬ই মার্চ ২০১৪ পর্যন্ত
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন এর জন্য যোগাযোগ করতে পারেন-
০৩১-৬৫৬৭৬০ অথবা ০১৭৮৬৬৫০০৯৩
ওয়েব লিঙ্ক www.jobsctg.com/workshop.aspx
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।