বাংলাদেশে ব্ল্যাকবেরি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি

বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে মোবাইল অপারেটরদের ব্ল্যাকবেরি সার্ভিস বন্ধের নির্দেশ দিয়েছে। বর্তমানে গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশে ব্ল্যাকবেরির সিক্যুরড কমিউনিকেশন সার্ভিস প্রদান করছে।

এমতাবস্থায় গ্রাহকদের বিকল্প সেবা নিশ্চিত করে শীঘ্রই ব্ল্যাকবেরি সেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে অপারেটররা। বর্তমানে দেশে নিবন্ধিত ব্ল্যাকবেরি গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার।

ব্ল্যাকবেরির এনক্রিপ্টেড টেকনোলোজির আওতায় গ্রাহকদের সকল ভয়েস কল, মেসেজ প্রভৃতি যোগাযোগমূলক কর্মকান্ড কানাডা ভিত্তিক কোম্পানিটির সার্ভার কেন্দ্রিক হওয়ায় এতে বাইরের কারও প্রবেশাধিকার থাকেনা।

ফলে ব্ল্যাকবেরির গ্রাহকদের কথোপকথন গ্রাহকদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হলে সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়না। যদিও নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত সুবিধা নিশ্চিত করার শর্তেই বাংলাদেশে ব্ল্যাকবেরি সেবা চালু হয়েছিল, তবে এখানে গ্রাহক সংখ্যা কম থাকায় কানাডিয়ান কোম্পানিটি বাংলাদেশে সার্ভার স্থাপন করতে আগ্রহী নয়।

আপনি কি ব্ল্যাকবেরি সেবা ব্যবহার করেন? এটি বন্ধ হয়ে গেলে আপনি বিকল্প মাধ্যম হিসেবে কোন সার্ভিস বেছে নেয়ার চিন্তা করছেন? আর ব্ল্যাকবেরি বন্ধ হওয়ার সম্ভাব্যতা নিয়ে আপনার মতামত কী?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *