পাসওয়ার্ডবিহীন দুনিয়ায় আরও একধাপ এগিয়ে গেল গুগল। সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গের মাধ্যমে ইউজার আইডেন্টিটি ভেরিফিকেশন প্রযুক্তি নির্মাতা ‘স্লিক লগইন’কে কিনে নিয়েছে ওয়েব জায়ান্ট।
স্লিক লগইন এমন একটি সিস্টেম তৈরি করেছে যেটি ওয়েবসাইটে সাইন ইন করার সময় অল্প ভলিউমের শব্দ প্লে করে যা কম্পিউটারের স্পিকারের মাধ্যমে ব্যবহারকারীর স্মার্টফোনে থাকা নির্দিষ্ট একটি অ্যাপের সাহায্যে বিশ্লেষিত হয়ে সাইন ইন অথেনটিকেট/ ভেরিফাই করে।
এই প্রযুক্তিটি বিভিন্ন অনলাইন সেবায় পাসওয়ার্ডের বিকল্প বা সহায়ক হিসেবে ব্যবহৃত হতে পারে।
এটি অনেকটা প্রচলিত মোবাইল এসএমএস ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ এর মতই, তবে বর্তমানে প্রচলিত টু ফ্যাক্টর অথেনটিকেশনের সাথে এর পার্থক্য হচ্ছে, এতে কোনো পিন নম্বর প্রয়োজন হয়না- বরং সাউন্ড ওয়েভের মাধ্যমে স্মার্টফোন অ্যাপ নিজেই লগইন ভেরিফাই করে দেয়।
ইসরাইলি স্টার্টআপ স্লিক লগইন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে গুগল কর্তৃক অধিগ্রহণের খবর নিশ্চিত করেছে। কিন্তু কী পরিমাণ অর্থের বিনিময়ে এই ডিল সম্পন্ন হচ্ছে তা জানা যায়নি।
হ্যাকিংয়ের পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ায় বড় বড় ফিনানসিয়াল ও ইউজার ডেটা ভিত্তিক কোম্পানি লগইন সিক্যুরিটি উন্নত করতে টু ফ্যাক্টর ভেরিফিকেশন যোগ করছে। আর গুগলের সর্বশেষ এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরও সহজ ও অধিক নিরাপত্তা দেবে বলেই আশা করছে সার্চ ফার্মটি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।