অনলাইন রিটেইলার কোম্পানি অ্যামাজন আগামী চার-পাঁচ বছরের মধ্যে মালামাল পরিবহনের কাজে চালকবিহীন বিমান বা ড্রোন ব্যবহারের ঘোষণা দিয়েছিল ২০১৩ সালে। কিন্তু অ্যামাজনের আগেই ড্রোন নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
দুবাইয়ের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, তারা জনগণের নিকট বিভিন্ন রাষ্ট্রীয় নথিপত্র পৌঁছে দেয়ার কাজে ড্রোনের ব্যবহার পরীক্ষা করছেন। আগামী বছরের মধ্যেই দেশটিতে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু হতে পারে। এছাড়া, লোকজনের নিকট বিভিন্ন সরকারী সেবা সরবরাহের জন্যও ড্রোন ব্যবহার করবে দুবাই।
ইউএইর নিজস্ব গবেষক ও প্রকৌশলীদের তৈরি এই ড্রোন বানাতে মাত্র ৪০০০ দিরহাম খরচ হবে যার ব্যাটারি একবার পুরোপুরি চার্জ দিলে এটি ৪০ কিলোমিটার/ঘন্টা গতিতে ৩ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করতে পারে। এটি ১.৫ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম।
সরকারি ডকুমেন্ট যথাযথ প্রাপকের নিকট পৌঁছে দেয়ার ক্ষেত্রে মালিকানা যাচাইয়ের জন্য ড্রোনটি আই স্ক্যানার ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যবহার করবে। আর গুগল ম্যাপের সহায়তায় ডিভাইসটি সঠিক গন্তব্যে পৌঁছাবে।
আপনিও কি এ ধরণের আধুনিক সুবিধা পেতে চান? আপনার এলাকায় কবে নাগাদ ড্রোন সার্ভিস চালু হতে পারে বলে মনে করেন?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!