দাম কমল শাওমি রেডমি ১০ ফোনের! (২০২২ মডেল)

শাওমি এর রেডমি সিরিজ দেশের বাজারে বরাবরই বেশ জনপ্রিয়। রেডমি ১০ ফোনটি প্রথমে দেশে মুক্তি পাওয়ার পর দামের কারণে তেমন একটা পছন্দ করেননি কোনো কোনো আগ্রহী ক্রেতা। তবে বদলে যেতে যাচ্ছে এই ধারণা। দেশে শাওমি স্মার্টফোন তৈরীর সুবাদে দাম কমলো রেডমি ১০ ফোনটির ২০২২ মডেলের। শাওমি এর নাম দিয়েছে রেডমি ১০ ২০২২।

অর্থাৎ দেশে তৈরি রেডমি ১০ ফোনগুলো মূলত রেডমি ১০ ২০২২ নামে পরিচিত হবে। চলুন জেনে নেওয়া যাক রেডমি ১০ ২০২২ ফোনটির দাম, স্পেসিফিকেশন, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।

ডিজাইন

দাম বিবেচনায় রেডমি ১০ এর ডিজাইন বেশ চমৎকার বলা চলে। বেশিরভাগ শাওমি ফোন এর চেয়ে রেডমি ১০ এর মিড-সাইজ ডিজাইন অধিক স্বাচ্ছন্দ্য প্রদান করবে। ফোনটিতে প্লাস্টিক ব্যবহার করা হলেও দেখতে গ্লাস ও মেটাল এর মতো মনে হয়। ফোনের পাঞ্চ-হোল ডিসপ্লে ফোনটির প্রিমিয়ামনেসে বাড়তি মাত্রা যুক্ত করে। রেডমি ১০ এর ক্যামেরা কাটআউট দেখে ফোনটিকে আরো দামী মনে হতে পারে।

ডিসপ্লে

রেডমি ১০ ফোনটিতে ৬.৫ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা আবার ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ৬০হার্জ বা ৯০হার্জ রিফ্রেশ রেট থেকে নিজের পছন্দের রিফ্রেশ রেট সেট করতে পারবেন ব্যবহারকারীগণ। ৪৪৫নিটস ব্রাইটনেস এর এই ডিসপ্লেতে আউটডোরে বেশ কার্যকরী একটি সল্যুশন।

পারফরম্যান্স

রেডমি ১০ ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও জি৮৮ চিপসেট। হেলিও জি৮৮ প্রসেসরটি রেডমি ৯ ফোনে ব্যবহৃত হওয়া হেলিও জি৮০ এর মতোই পারফরম্যান্স প্রদান করবে। দাম বিবেচনায় এই ফোনের এই হার্ডওয়্যার সেটাপকে যথাযথ বলা চলে।

ক্যামেরা

বিশাল ক্যামেরা কাটআউট দেখেই নিশ্চিত করে বলা যায় রেডমি ১০ একটি কোয়াড ক্যামেরা সেটাপের ফোন। ৫০মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে ফোনটিতে। এছাড়াও ২মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো ও একটি ডেপথ সেন্সর রয়েছে। ফোনের সামনে রয়েছে ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। সর্বোচ্চ ৩০এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে ফোনটির ক্যামেরাসমূহ দ্বারা।

ব্যাটারি

৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে রেডমি ১০ ফোনটিতে। তবে বক্সে দেওয়া ১৮ওয়াট এর চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করতে বেশ কিছুটা সময় লাগবে। চার্জিং টাইম বেশি হলেও ব্যাটারি ব্যাকাপ দিয়ে তা পুশিয়ে দিবে ফোনটি।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

একনজরে রেডমি ১০ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮
  • মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি/৬জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
দাম কমলো শাওমি রেডমি ১০ ফোনের!

শাওমি রেডমি ১০ ২০২২ ফোনের দাম

২০২২ মডেলে রেডমি ১০ এর দাম কমেছে উল্লেখযোগ্য হারে। বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার ফলে ফোনের দাম কমানো সম্ভব হয়েছে। রেডমি ১০ ২০২২ এর ২টি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক রেডমি ১০ ২০২২ প্রাইস ইন বাংলাদেশ।

👉 শাওমি রেডমি সিরিজের ফোনগুলোর দাম ২০২২

রেডমি ১০ ২০২২ পাওয়া যাবে Carbon Gray এবং Sea Blue এই ২টি কালারে। ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এর রেডমি ১০ ২০২২ পাওয়া যাবে ১৪,৯৯৯টাকায় যা মূল ভ্যারিয়েন্টে ছিল ১৮,৯৯৯টাকা। অন্যদিকে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট রেডমি ১০ ২০২২ এর দাম ১৬,৯৯৯টাকা যা মূল ভ্যারিয়েন্টে ছিল ২০,৯৯৯টাকা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *