রবি ও এয়ারটেল একীভূতকরণ নিয়ে বাকী অপারেটরগুলো “ইতিবাচক” মনোভাব দিয়েছে। ব্যবসা-বাণিজ্যে একাধিক কোম্পানির একীভূত হওয়ার ঘটনা খুবই “কমন” একটা ব্যাপার। অপরদিকে জিপির একারই এখন ৫ কোটির বেশি গ্রাহক। রবি-এয়ারটেল মিলে গেলে তখন “পরিবর্ধিত রবি”র গ্রাহক সংখ্যা হবে ৪ কোটির মত। অর্থাৎ তখনও জিপিই সবার উপরে থাকবে।
রবি কি ৪ কোটি গ্রাহক নিয়ে “মনোপলি” করতে পারবে? জিপি এখন কী করছে? এরপর কী করবে?
কিছুদিন আগে খবরে দেখলাম দুটি বিশ্ববিদ্যালয় থেকে এই মার্জার (একীভূত করণ) এর ইমপ্যাক্ট বিশ্লেষণ করার জন্য গবেষণা করার প্রস্তাব এসেছে যাতে গবেষণা ব্যয় ৬ থেকে ১১ লাখ টাকা (প্রস্তাবিত)।
মনেকরি, গবেষণায় উঠে এলো যে রবির অনেক গ্রাহক হয়ে গেলে তারা মনোপলি করতে পারে। তাহলে এয়ারটেল যদি বাংলাদেশে আর ব্যবসা করতে না চায় তখন তাদের গ্রাহকদের কী হবে? টেলিটক নেবে? বাংলালিংক নিলে তো আবার যেই লাউ সেই কদু- তখন আরও একদফা গবেষণা করা লাগবে! সেই হিসেবটা হয়ত আরও জটিল হয়ে উঠবে।
টেলিটকের জন্য খারাপ লাগে। এক সময় লোকজন লাইনে দাঁড়িয়ে টেলিটক সিম কিনেছে। সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি টেলিটক। শুধু নেটওয়ার্কটা থাকলেই অনেকটা সম্ভব হত। ইনফ্রাস্ট্রাকচার ভাগাভাগি করাও যেত হয়ত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এখনও টেলিটকের মত সম্ভাবনাময় অপারেটরকে তুলতে পারিনি, বরং রবি-এয়ারটেলের মার্জারের ইমপ্যাক্ট নিয়ে ভাবছি!
আপনি কী মনে করেন? ইমপ্যাক্ট কী হতে পারে?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।