এলো আইওএস ৮.১.৩ আপডেটঃ থাকছে স্টোরেজ সমস্যার সমাধান

সম্প্রতি আইওএস অপারেটিং সিস্টেমের নতুন এক আপডেট (ভার্সন ৮.১.৩) রিলিজ করেছে অ্যাপল যা আইফোন, আইপ্যাড এবং আইপড টাচ এর বেশ কিছু বাগ দূর করবে এবং নতুন কিছু ফিচার যোগ করবে। তবে সবচেয়ে বড় ব্যাপার হল অ্যাপল আইওএস ৮.১.৩ এর পূর্ববর্তী আপডেটটি ডাউনলোড এবং সেটআপ এর জন্য ডিভাইসে বেশ বড় পরিমাণ ফ্রি স্টোরেজ দরকার হত। ফলে স্বল্প মুল্যের আইওএস ডিভাইসগুলোতে (৮জিবি স্টোরেজ ভার্সন) স্টোরেজ সংকটের যে সমস্যা ছিল তার সমাধান হয়েছে এই ৮.১.৩ ভার্সনে। অন্তত অ্যাপল এটাই মনে করছে।

এছাড়াও আরও যেসব উন্নয়ন আনা হয়েছে তা হল অ্যাপল আইডি লগইন সমস্যার সমাধান, আই প্যাডের মাল্টি টাস্কিং জেসচার এবং স্পটলাইট সার্চ এর বাগ ফিক্স। এডুকেশন স্ট্যান্ডার্ডাইডজ টেস্টিংয়ের জন্যও যোগ করা হয়েছে নতুন কনফিগারেশন অপশন।

আপনার আইফোন, আইপ্যাড বা আইপড টাচ এর সেটিংস অপশন থেকে ডিভাইসটির সর্বশেষ সফটওয়্যার আপডেট ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *