মঙ্গলগ্রহের রোবটদের জন্য বিশেষ হেলিকপ্টার বা ‘উড়ন্ত চোখ’ পাঠাচ্ছে নাসা

flying eye of rovers

মঙ্গলগ্রহে টিস্যু বক্স আকারের বিশেষ ধরণের হেলিকপ্টার পাঠাবে নাসা। এটা মার্চ রোভারের সহায়ক হিসাবে পাঠানো হবে যা ভিস্যুয়াল ডেটা সরবরাহ করতে পারবে।

নতুন ধরণের এই ডিভাইসগুলো মঙ্গলে প্রেরণকৃত রোবটযানগুলোর ‘উড়ন্ত চোখ’ হিসেবে কাজ করবে। ভিনগ্রহে থাকা পাথরখন্ড কিংবা এ জাতীয় অন্যান্য বাধা সেখানে পাঠানো রোবটগুলোর জন্য সমস্যা সৃষ্টি করে থাকে। এক্ষেত্রে রোবটটিকে ধীরে ধীরে বিকল্প পথে এগিয়ে নিয়ে তাৎক্ষণিকভাবে এর সাথে থাকা ক্যামেরাযুক্ত হেলিকপ্টার/ড্রোন উড়িয়ে আশেপাশের স্থানের ছবি পাওয়া সম্ভব হবে।

জেট প্রপালশন ল্যাবে ভ্যাকুয়াম চেম্বারে এটি পরীক্ষা করা হয় যার পরিবেশ অনেকটা মঙ্গলগ্রহের মতই। এর ওজন ২.২ পাউন্ড এবং এর ব্লেড স্পান ৩.৬ ফুট। ছোট্ট এই হেলিকপ্টারটি সোলার প্যানেল থেকে শক্তি নিয়ে প্রতিদিন প্রায় ৩ মিনিট উড়তে পারবে যা ১/৩ মাইল যেতে সক্ষম।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *