বাটন ফোনে ভয়েস এসিস্ট্যান্ট, ক্যামেরা ও টাইপ-সি চার্জার দিচ্ছে আইটেল!

আইটেল পাওয়ার ৪৫০ বাটন ফোন এলো টাইপ-সি চার্জিং ফিচার নিয়ে। সদ্য মুক্তি পাওয়া এই ফিচার ফোনে কি কি সুবিধা পাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত জানবেন এই পোস্টে।

আইটেল পাওয়ার ৪৫০

আইটেল পাওয়ার ৪৫০ ফোনটির বডি ১৩.৪ মিমি পুরু, ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে থাকছে এই ফোনে। কমপ্যাক্ট ডিজাইন ও ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস এর কল্যাণে সেকেন্ডারি ফোন হিসেবে অনেকের পছন্দ হবে ডিভাইসটি।

আইটেল পাওয়ার ৪৫০ ফোনটির ব্যাকে ভিজিএ ক্যামেরা রয়েছে। ৪এমবি স্টোরেজ +৪এমবি র‍্যাম এর ফোনটি চলবে MT6261D সিপিইউ দ্বারা। বিল্ট-ইন ওয়্যারলেস এফএম রেডিও ফিচার রয়েছে এই ফোনে যা আবার রেকর্ড করার সুবিধাও থাকছে।

আইটেল পাওয়ার ৪৫০ ফোনটির একটি ইউনিক ফিচার রয়েছে যা হলো কিং ভয়েস অ্যাপ। হিন্দি ও ইংরেজি ভাষায় ব্যবহারযোগ্য এই অ্যাপটি একটি ব্যক্তিগত ইন্টারপ্রেটার হিসেবে কাজ করবে যা লেখাকে ন্যাচারাল-সাউন্ডিং স্পোকেন ওয়ার্ডে কনভার্ট করে দেয়। “0” কি লং প্রেস করলে ফোনটিকে পারসোনাল এসিস্ট্যান্টে পরিণত করা যায়, যা এই ধরনের ফিচার ফোনের ক্ষেত্রে বেশ অসাধারণ একটি সংযোজন। মেন্যু অপশন বা ফোনবুক এন্ট্রি পড়ে শোনানো, বা টাইম আপডেট প্রদান করার মত সুবিধা দেবে এটি।

ভারতের জন্য মুক্তি পাওয়ায় এই ফোনে ইংরেজি, বাংলা ও হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কানাডা, মালায়লাম ও পাঞ্জাবি ভাষার সাপোর্ট রয়েছে। আইটেল পাওয়ার ৪৫০ ফোনটিতে ৩২ জিবি পর্যন্ত এসডি কার্ড স্টোরেজ ব্যবহার করা যাবে। এই ফোনে টাইপ-সি চার্জিং সুবিধা আছে তা তো ইতিমধ্যে জানতে পেরেছেন। এছাড়াও এই ফোনে ৩.৫ মিমি. হেডফোন জ্যাক রয়েছে। আইটেল ৪৫০ পাওয়ার ফোনটিতে ২৫০০ মিলিএম্প এর ব্যাটারি রয়েছে যা ১৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকাপ প্রদান করবে। 

itel Power 450

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

একনজরে আইটেল পাওয়ার ৪৫০ এর ফিচারসমূহ:

  • ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে
  • ভিজিএ ব্যাক ক্যামেরা
  • ৪এমবি রম + ৪এমবি র‍্যাম
  • MT6261D সিপিইউ
  • বিল্ট-ইন ওয়্যারলেস এফএম রেডিও (+ রেকর্ডিং ফিচার)
  • কিং ভয়েস
  • ৯টি ভাষা সাপোর্ট (ইংলিশ, বাংলা, হিন্দি, ইত্যাদি)
  • ৩২ জিবি পর্যন্ত এক্সপেন্ডবল স্টোরেজ
  • বড় ফ্ল্যাশলাইট
  • ডুয়াল সিম স্লট
  • ৩.৫ মিমি. হেডফোন জ্যাক
  • ২৫০০ মিলিএম্প ব্যাটারি (১৫ দিন পর্যন্ত ব্যাকাপ)
  • টাইপ সি চার্জিং

আইটেল পাওয়ার ৪৫০ দাম

আইটেল পাওয়ার ৪৫০ ফোনটি পাওয়া যাবে ডিপ ব্লু, ডার্ক গ্রে ও লাইট গ্রিন কালারে। ১,৪৪৯ ভারতীয় রুপি খরচ হবে এই ফিচার ফোনটি কিনতে। বাংলাদেশেও আইটেল ফোনের চাহিদা এবং উপস্থিতি রয়েছে। আশা করি বাংলাদেশে ফোনটি ভবিষ্যতে পাওয়া যাবে। এর দাম ২ হাজার টাকার আশেপাশে হবে বলে ধারণা করা যায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *