অনলাইন লিংক শেয়ারিং সেবা ব্র্যান্স ও এর সহযোগী প্রতিষ্ঠান পটলাক’কে কিনে নিচ্ছে ফেসবুক। নিউইয়র্ক ভিত্তিক এই স্টার্টআপ কোম্পানির সাথে ফেসবুকের ১৫ মিলিয়ন ডলারের অধিগ্রহণ চুক্তি হচ্ছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দি ভার্জ।
ব্র্যান্সের সিইও জশ মিলার এক ফেসবুক পোস্টের মাধ্যমে কোম্পানি বিক্রি করে দেয়ার কথা প্রকাশ করলেও ঠিক কত দামে এই ডিল সম্পন্ন হতে যাচ্ছে তা বলেননি। তিনি উল্লেখ করেছেন, ৯ সদস্য বিশিষ্ট ব্র্যান্স টিম এই চুক্তির পরেও নিউইয়র্কেই থাকবে এবং ফেসবুকের অধীনে নতুন একটি টিম গঠন করবে যার নাম হবে ‘কনভার্সেশন’; এটি ফেসবুক ব্যবহারকারীদের তাদের আগ্রহের বিষয়বস্তু খুঁজে দেবে।
মিঃ মিলার এখন ফেসবুক স্টাইলের লিংক শেয়ারিং সেবা তৈরির দিকে মনোযোগ দেবেন। ফেসবুক বেশ কিছুদিন ধরেই তাদের সাইটটিকে একটি সোশ্যাল নিউজ সাইট হিসেবে গড়ে তুলতে চাচ্ছে যা সফল করার জন্য ব্র্যান্সে বিনিয়োগ করল কোম্পানিটি। মার্ক জুকারবার্গ চাচ্ছেন লোকজন যাতে ফেসবুকের মাধ্যমেই তাদের দরকারী খবরাখবর পেতে পারেন, এবং এজন্য তাদের নিউজফিডকে আরও উপযোগী করতে সচেষ্ট ফেসবুক।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।