অ্যাপল আইফোন সম্বন্ধে যে ৭টি তথ্য আপনি এতদিন জানতেন না

“আইফোন” শব্দটি মনে করলেই চোখের সামনে ভেসে ওঠে চকচকে, ফুল টাচস্ক্রিনের ব্যয়বহুল একটি স্মার্টফোনের ছবি, যা বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি কোম্পানি অ্যাপলের তৈরি। কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস আজ থেকে সাত বছর আগে ২০০৭ সালের ৯ জানুয়ারি প্রথম আইফোনটি জনসমক্ষে প্রদর্শন করেন।

এরপর কেটে গেছে অনেকটা সময়। আইফোনের মূল রিলিজের সাথে এর বর্তমান ভার্সনগুলোর বাহ্যিক গঠনে খুব বেশি পরিবর্তন আসেনি। তবে ইউজার ইন্টারফেসে কিছুটা উন্নয়ন/পরিবর্তন হয়েছে বলা যায়। আর এরই মধ্য দিয়ে ২০১৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অ্যাপল প্রায় ৪২০ মিলিয়ন ইউনিট সিগনেচার আইফোন শিপমেন্ট সম্পন্ন করেছে।

বলাই বাহুল্য, পৃথিবীময় আইফোনের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এর বিক্রিও প্রচুর। শুনে হয়ত একটু অবাকই হবেন, মূলত কম্পিউটার নির্মাতা কোম্পানি হলেও অ্যাপলের অর্ধেকের বেশি আয় আসে আইফোন বিক্রি থেকেই! হ্যাঁ, মার্কিন এই টেক জায়ান্টের প্রায় ৫৩% বিক্রয়লব্ধ আয়ের উৎস এই আইফোন।

৭ বছর বয়স্ক আইফোনের ৭ম জন্মদিন উপলক্ষ্যে স্টাটিস্টিকা একটি ইনফোগ্রাফিক তৈরি করেছে যা প্রকাশ করেছে ম্যাশেবল। চলুন সেটি অনুযায়ী আইফোনের ৭টি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই।

১. সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত অ্যাপল ৪২০ মিলিয়নের বেশি আইফোন বিক্রি করেছে।

২. অ্যাপলের পুরো সেলস রেভিনিউয়ের ৫৩% আসে আইফোন থেকে।

৩. আইফোন একাই অ্যাপলের জন্য যে পরিমাণ অর্থ বয়ে আনে, তা মাইক্রোসফট, কোকাকোলা ও ডিসনির প্রত্যকের পুরো আয়ের চেয়েও বেশি!

৪. বিশ্বের মোট স্মার্টফোন-মুনাফার ৫০ শতাংশের বেশি আয় করে আইফোন!

৫. গত বছর, অর্থাৎ ২০১৩ সালে অ্যাপলের অ্যাপ স্টোর ১০ বিলিয়ন ডলারের পণ্য/সেবা বিক্রয় করেছিল।

৬. ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ৫০ বিলিয়নের বেশি আইফোন অ্যাপ ডাউনলোড করা হয়েছে এবং তা থেকে ডেভলপাররা ১৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ পেয়েছেন।

৭. আইফোন ফাইভ এস স্মার্টফোনটির প্রথম ভার্সনটির চেয়ে ২০% হালকা, কিন্তু ৪০ গুণ শক্তিশালী!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *