রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার নিয়ম

স্মার্টফোনে বাংলা টাইপিং যারা করে থাকেন, তাদের কাছে রিদ্মিক কিবোর্ড পরিচিত একটি অ্যাপের নাম। রিদ্মিক ল্যাবস দ্বারা তৈরিকৃত এই অ্যাপটি ব্যবহার করে বাংলা টাইপ করা যায় অত্যন্ত সহজভাবে। এই পোস্টে জানতে পারবেন রিদ্মিক কিবোর্ড সেটাপ করার নিয়ম, রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার নিয়ম, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।

রিদ্মিক কিবোর্ড কি?

রিদ্মিক কিবোর্ড একটি পরিচিত ও জনপ্রিয় বাংলা কিবোর্ড, যা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস ব্যবহারকারীদের বাংলা লেখার পছন্দের অ্যাপে পরিণত হয়েছে। গুগল প্লে স্টোরে অ্যাপটি ৫০মিলিয়নের অধিকবার ডাউনলোড করা হয়েছে।

বাংলাদেশে তৈরী কোনো অ্যাপ বা গেম হয়ত এখন পর্যন্ত রিদ্মিক কিবোর্ডের মত এমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। প্রায় যেকোনো ভার্সনের অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে রিদ্মিক কিবোর্ড ব্যবহার করা যায়।

রিদ্মিক কিবোর্ড জনপ্রিয় হওয়ার ক্রেডিট দিতে হবে এর একাধিক টাইপিং সিস্টেমকে। ব্যবহারকারীগণ চাইলে বিজয় বাংলা ডেস্কটপ কিবোর্ড এর মত বাংলা লিখতে পারেন রিদ্মিক কিবোর্ড এর “প্রভাত” লে-আউট ব্যবহার করে।

আবার কম্পিউটার কিবোর্ড সফটওয়্যার, অভ্র কিবোর্ড এর মত ফনেটিক টাইপিং ব্যবস্থাও রয়েছে রিদ্মিক কিবোর্ডে। ফনেটিক টাইপিং ব্যবস্থায় “amar” লিখলে “আমার” এ পরিণত হয়। যারা ইংলিশ কিবোর্ড ব্যবহার করেই বাংলা লিখতে চান, তাদের জন্য এই টাইপিং ব্যবস্থা বেশ সুবিধাজনক।

রিদ্মিক কিবোর্ড এর সুবিধা

গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরে রিদ্মিক কিবোর্ড একমাত্র বাংলা কিবোর্ড অ্যাপ নয়। রিদ্মিক কিবোর্ড এর বহুমুখী সুবিধার জন্যই এই অ্যাপটি এতো অধিক হারে ব্যবহার হয়ে থাকে। রিদ্মিক কিবোর্ড এর সুবিধাসমূহ হলোঃ

  • রিদ্মিক কিবোর্ড সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়
  • রিদ্মিক কিবোর্ড অ্যাপে কোনো ধরনের এড অর্থাৎ বিজ্ঞাপন নেই
  • ফনেটিক, ইউনিজয়, প্রভাত, ইত্যাদি লে-আউটে বাংলা টাইপিং করা যায়
  • নিজের পছন্দমত কিবোর্ড এর থিম সাজিয়েনেওয়ার সুযোগ রয়েছে
  • রিদ্মিক কিবোর্ড এর ওয়ার্ড প্রিডিকশন ও সাজেশন বেশ উন্নত

👉 গুগল জিবোর্ড কিবোর্ড ব্যবহার করার নিয়ম

রিদ্মিক কিবোর্ড ডাউনলোড 

রিদ্মিক কিবোর্ড ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ও আইওস চালিত সকল ডিভাইসে, তা আমরা ইতিমধ্যে জেনেছি। আইফোনে পাশাপাশি আইপ্যাড ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ট্যাবলেটসমূহেও ব্যবহার করা যাবে রিদ্মিক কিবোর্ড।

রিদ্মিক কিবোর্ড ডাউনলোড করুনঃ এন্ড্রয়েড | আইওএস

রিদ্মিক কিবোর্ড সেটাপ করার নিয়ম

রিদ্মিক কিবোর্ড যেহেতু একটি কিবোর্ড অ্যাপ, তাই এটি ফোনের সাথে ঠিকমত কাজ করতে প্রথমেই সেটাপ করতে হবে। আইওএস ও অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে রিদ্মিক কিবোর্ড সেটিং করার নিয়ম আলাদা।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

অ্যান্ড্রয়েড

রিদ্মিক কিবোর্ড ডাউনলোড করা হয়ে গেলে অ্যান্ড্রয়েড ডিভাইসে রিদ্মিক কিবোর্ড সেটাপ করতেঃ

  • রিদ্মিক কিবোর্ড অ্যাপে প্রবেশ করুন
  • ওয়েলকাম পেজ দেখতে পাবেন, “Get Started” এ ট্যাপ করুন
  • “Enable in Settings” এ ট্যাপ করুন
  • এরপর সেটিংস থেকে Ridmik Keyboard সিলেক্ট করে ON করে দিন
  • রিদ্মিক কিবোর্ড অ্যাপে ব্যাক দিয়ে ফেরত আসুন ও “Switch Input methods” সিলেক্ট করুন
  • প্রদর্শিত তালিকা থেকে Ridmik Keyboard সিলেক্ট করুন
Ridmik Keyboard Android Setup

এছাড়াও সেটিংস থেকে Language and Keyboard সেকশনে প্রবেশ করেও ইনপুট কিবোর্ড হিসেবে রিদ্মিক কিবোর্ড সিলেক্ট করা যাবে। রিদ্মিক কিবোর্ড এর টাইপিং সিস্টেম পরিবর্তন করা যাবে স্পেসবারে সোয়াইপ করে।

আইওএস

আইওএস অপারেটিং সিস্টেমে রিদ্মিক কিবোর্ড সেটিং করার নিয়ম কিছুটা আলাদা। আইওএস চালিত ডিভাইসে রিদ্মিক কিবোর্ড সেটাপ করতেঃ

  • ডিভাইসের সেটিংসে প্রবেশ করে General সেকশনে ট্যাপ করুন
  • এরপর Keyboard এ ট্যাপ করে কিবোর্ড মেন্যুতে প্রবেশ করুন
  • Add New Keyboard অপশনে ট্যাপ করুন ও Ridmik সিলেক্ট করুন
  • এরপর ফুল অ্যাকসেস চালু করতে Allow Full Access এর পাশে থাকা বাটনটি সুইচ করে দিন

রিদ্মিক কিবোর্ড সেটাপ করা হয়ে গেলে বেশ সহজে আইওএস চালিত ডিভাইস, যেমনঃ আইফোনে বাংলা টাইপিং করা যাবে। স্পেসবারের পাশে থাকা গ্লোব কি ব্যবহার করে একাধিক কিবোর্ড এর মধ্যে সুইচ করা যাবে। আবার স্পেসবারে সোয়াইপ করে রিদ্মিক কিবোর্ড এর টাইপিং সিস্টেম পরিবর্তন করা যাবে।

👉 মোবাইলে বাংলা লেখার সেরা কিবোর্ড অ্যাপ ফ্রি ডাউনলোড করুন

রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার নিয়ম

রিদ্মিক কিবোর্ড ব্যবহার করা আসলে অনেক সহজ। অ্যাপটি অন্য দশটি সাধারণ কিবোর্ড অ্যাপের মতোই কাজ করে। চলুন জেনে নেওয়া যাক রিদ্মিক কিবোর্ড এর ফিচার ও সেগুলো ব্যবহার করার নিয়ম সম্পর্কে।

রিদ্মিক কিম্যাপ

কিবোর্ড এর কোন কি ট্যাপ করলে কি আউটপুট আসবে তা না জানায় অনেকে রিদ্মিক কিবোর্ড এর ফনেটিক লে-আউট ব্যবহার করে টাইপিং এর ক্ষেত্রে ভোগান্তিতে পড়েন। তবে ভালো ব্যাপার হচ্ছে রিদ্মিক কিবোর্ড অ্যাপ এর মধ্যেই এই বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে। 

রিদ্মিক কিবোর্ড এর অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে কিম্যাপ দেখতে অ্যাপে প্রবেশ করে প্রশ্নবোধক (?) আইকনের পাশে থাকা ডিকশনারি আইকনে ট্যাপ করুন। আইওএস চালিত ডিভাইসের ক্ষেত্রে রিদ্মিক কিবোর্ড অ্যাপে প্রবেশ করে “Keyamp” এ ট্যাপ করলেই দেখতে পাবেন কোন কি ট্যাপ করলে কি আউটপুট আসবে।

বাংলাটেক এর পাঠকদের সুবিধার্থে রিদ্মিক কিবোর্ড এর সম্পূর্ণ কিম্যাপ নিচে দেওয়া হলোঃ

যুক্তবর্ণ লেখার নিয়ম

রিদ্মিক কিবোর্ডে যুক্তবর্ণ লিখতে গিয়ে কমবেশি সবাই সমস্যায় পড়েন। বাস্তবে কিন্তু কি কম্বিনেশন মুখস্থ রাখলে যেকোনো যুক্তবর্ণ লেখা যাবে রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে। যেমনঃ

  • চন্দ্রবিন্দু লেখা যাবে qq দিয়েঃ চাঁদ = caqqd , ছোঁয়া = choqqya
  • ৎ লেখা যাবে TH দিয়েঃ হঠাৎ = hoTaTH
  • হসন্ত লেখা যাবে hs দিয়েঃ আল্লাহ্ = allahhs
  • ৎ লিখতে ng, ঙ লিখতে Ng এবং ঞ লিখতে NG: বাংলা = bangla, অঙ্গ = oNggo
  • ব-ফলা লেখা যাবে w দিয়েঃ শ্বাশ্বত = SwaSwoto/SwaSwt
  • য-ফলা লিখতে y, z অথবা z ব্যবহার করুন
  • স্বরবর্ণের পরে য-ফলা লিখতে Z ব্যবহার করুনঃ ব্যবহার = bybohar /bzbohar /bZbohar, অ্যানিমেশন = oZanime Son
  • ঋ অথবা ঝ কার লিখতে rri ব্যবহার করুনঃ ঋণ = rrin, বৃত্ত = brritto
  • রেফ লিখুন (vowel) + rr + (consonant) দিয়েঃ কর্ম = korrmo ,নির্মল = nirrmol
  • ক্ষ লিখতে kkh অথবা kSh ব্যবহার করুন

👉 ইন্টারনেট সংযোগ যুক্ত বাটন ফোন

কিবোর্ড কাস্টমাইজেশন

রিদ্মিক কিবোর্ডে একাধিক ইন-বিল্ট থিমস রয়েছে। আবার নিজের মত থিম বানিয়ে নেওয়ার সুযোগ ও রয়েছে। রিদ্মিক কিবোর্ড এর থিম পরিবর্তন করতে রিদ্মিক কিবোর্ড অ্যাপে প্রবেশ করে Settings এ ট্যাপ করুন। এরপর Theme সেকশনে প্রবেশ করে কিবোর্ড এর থিম পরিবর্তন করা যাবে।

ভয়েস টাইপিং

রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে বাংলা ও ইংরেজী ভাষায় ভয়েস টাইপিং করা যাবে। ভয়েস টাইপিং ফিচার সহজে ব্যবহার করতে কিবোর্ড এর টপ মেন্যুতে অপশনটি যোগ করে রাখা ভালো। রিদ্মিক কিবোর্ড অ্যাপে প্রবেশ করে সেটিংস থেকে Preferences সেকশনে প্রবেশ করুন। Voice Input Key ফিচারটি চালু করে দিন।

এরপর কিবোর্ড এর টপ মেন্যুতে একটি ভয়েস আইকন দেখতে পাবেন। উক্ত আইকনে টাইপ করে রিদ্মিক কিবোর্ড এর মাধ্যমে ভয়েস টাইপিং করা যাবে।

👉 রিয়েলমি ফোনে ফাইল হাইড করার নিয়ম

টেক্সট কারেকশন সেটিংস

রিদ্মিক কিবোর্ডের সেটিংস থেকে Text Correction মেন্যুতে প্রবেশ করলে একাধিক সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসসমূহ চালু করলে কি হয় একনজরে জেনে নেওয়া যাকঃ

  • “Block Offensive Words” দ্বারা আপত্তিকর শব্দসমূহ টাইপিং এর সময় সাজেশনে দেখানো হবেনা
  • “Auto-correction” দ্বারা ভুল টাইপ করা শব্দ অটোমেটিক কারেক্ট করে দিবে কিবোর্ড
  • “Show Correction Suggestions” দ্বারা টাইপ করার সময় টপবারে ওয়ার্ড সাজেশন দেখা যাবে
  • “Personalized suggestions” দ্বারা ব্যবহারকারীর ব্যবহৃত শব্দসমূহ সাজেশনে প্রদর্শিত হবে
  • “Suggest Contact Names” দ্বারা ফোনে সেভ থাকা কন্টাক্ট এর নামসমূহ সাজেশনে দেখা হবে

আপনি কি রিদ্মিক কিবোর্ড ব্যবহার করেন? রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে থাকলে অ্যাপটি সম্পর্কে আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *