আইফোন ৮ এর সম্ভাব্য নতুন ফিচারগুলো জেনে নিন

অ্যাপল আইফোনের ১০ বছর পূর্ণ হয়েছে ৯ জানুয়ারি ২০১৭। গত এক দশক ধরে পুরো বিশ্বের স্মার্টফোন শিল্পে বিপ্লব ঘটিয়ে দিয়েছে স্টিভ জবসের এই যাদুকরী যন্ত্র। সবকিছু ঠিকঠাক চললে এবছর আইফোন ৮ বাজারে আসবে। ডিভাইসটির নাম আইফোন ৮ হবে নাকি আইফোন ১০ কিংবা আইফোন এক্স হবে, সে ব্যাপারে জল্পনাকল্পনা চলছেই। সেই সাথে নতুন এই আইফোনের স্পেসিফিকেশন কেমন হবে তা নিয়েও পুরোদমে বিশ্লেষণ হচ্ছে। তো, কী থাকছে নতুন মডেলের আইফোনে? কেমন হবে ডিভাইসটি? চলুন দেখে নিই প্রযুক্তি বিশ্বে এ ব্যাপারে কী ধারণা করা হচ্ছে।

  • আইফোন ৮ এর তিনটি মডেল আসতে পারে। এগুলোতে এজ-টু-এজ স্ক্রিন থাকার সম্ভাবনা আছে।
  • সিরামিক বা কাঁচের কেসিং থাকতে পারে।
  • অ্যাপলের নতুন প্রসেসর এ১০এক্স বা এ১১ ব্যবহার করতে পারে আইফোন ৮।
  • আরও বেশি পানিরোধী হবে এটি।
  • হোম বাটনের বিদায়। তবে টাচস্ক্রিনে ভার্চুয়াল হোম বাটন থাকতে পারে।
  • এবার আইফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার আসার সমূহ সম্ভাবনা আছে।
  • অগমেন্টেড রিয়েলিটি ও উন্নততর ডুয়াল-লেন্স ক্যামেরা।
  • আইফোনে এবার অ্যাপল পেন্সিল সাপোর্ট আসতে পারে।
  • ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি থাকতে পারে আইরিশ স্ক্যানার।
  • নতুন ভার্সনের আইওএস অপারেটিং সিস্টেম।

আইফোন ৭ এ কোনো হেডফোন জ্যাক ছিলনা। আইফোন ৮ এও হেডফোন জ্যাক না থাকার সম্ভাবনা বেশি। সুতরাং এ ব্যাপারে কোনো সুখবর আশা না করাই ভাল। আপনি যদি আইফোন ৮ এর কোনো সম্ভাব্য ফিচার জানেন, তাহলে কমেন্টে শেয়ার করার অনুরোধ রইল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *