সম্পূর্ণ মেটাল বডি নিয়ে নিয়ে প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে এলজি। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির নতুন এই স্মার্টফোনটির নাম এলজি জিরো, যা মধ্যম মানের স্পেসিফিকেশন নিয়ে আসবে। জার্মানি, কোরিয়া, রাশিয়া ও সিঙ্গাপুরে ফোনটি এলজি ক্লাস নামে পরিচিত হবে।
এলজি জিরো ফোনে থাকছে ৫ ইঞ্চি (১২৮০ x ৭২০ পি, ২৯৪ পিপিআই) ডিসপ্লে, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১.৫ জিবি র্যাম, ১৬জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ২০৫০ এমএএইচ ব্যাটারি, ফোরজি সাপোর্ট প্রভৃতি।
ডিভাইসটিতে আরও আছে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এন্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে এলজি জিরো। ফোনটি প্রথম বিক্রি শুরু হবে তাইওয়ানে। এরপর অন্যান্য দেশে পাওয়া যাবে এটি। হ্যান্ডসেটটির দাম কত হবে তা এখনও জানায়নি এলজি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।