আপনি যদি মনে করেন যে আপনার ক্যামেরায় আপনার চেহারা ঠিকভাবে ধরা পড়ছে না তাহলে আপনার জন্য ক্যানন নিয়ে এসেছে EOS সিরিজের ১২০ মেগাপিক্সেল ক্যামেরা। হ্যাঁ, ক্যানন এক্সপো’তে এই সপ্তাহে এরকমই একটি ক্যামেরার প্রোটোটাইপ দেখিয়েছে কোম্পানিটি। এর মডেল নাম্বার হচ্ছে EOS 120M, যা Y038 নামেও পরিচিত। এখন বাজারে ক্যাননের সর্বোচ্চ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এই ক্যামেরার দ্বারা চাইলে মানুষের আইবল, লোমকূপের ছবিও তোলা যাবে।
এই ক্যামেরাটি এখনো বাজারে আনার উপযুক্ত হয়নি বলে জানিয়েছে ক্যানন। ইওএস ১২০এম ক্যামেরায় থাকবে ২৪-৭০মিমি লেন্স যার সাহায্যে টুকিটাকি সরঞ্জামাদির ছবিও তোলা যাবে। এর সাহায্যে তোলা ছবি দেখতে অনেকটা স্বপ্নের মত হবে। ছবি গুলো একদম আসল হবে কিন্তু দেখতে অনেকটা পেইন্টিং এর মত লাগবে।
ক্যাননের নতুন এই ক্যামেরা অপরাধী শনাক্তকরণের কাজেও অনেক সাহায্য করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এর লেন্স এতই শক্তিশালী যে কোনো মানুষের চোখের রেটিনায় কোন ছবি রিফ্লেক্ট করছে তাও দেখা যাবে। এই ক্যামেরাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে।
শুধু এতটুকুই নয়। ক্যানন ২৫০ মেগাপিক্সেলের এপিএস-এইচ সেন্সর ডেভলপ করারও ঘোষণা দিয়েছে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা আমাদের মাইক্রোস্কপিক ভুলগুলোও নিজের চোখে দেখতে পারব।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।