বাংলাদেশে ইন্টারনেট এবং মোবাইলের উত্থানঃ বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স সাইট Kaymu এর এক প্রতিবেদনে দেয়া ই-কমার্স ধারার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেট বৃদ্ধির হার গড়ে ২৫%। প্রযুক্তির দ্রুত প্রসার এবং বিবর্তনের ফলে মানুষ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এখন আরও বেশি স্মার্টফোন এবং মোবাইল সামগ্রীর উপর নির্ভরশীল, যার মাধ্যমে তারা যেকোনো পণ্য কেনার আগেই তার বৈশিষ্ট্য এবং বিবরণী সম্পর্কে খুব সহজেই জেনে নিতে পারেন। ইন্টারনেট ব্যবহার করার জন্য বেশ অনেকগুলো ইন্টারনেট ব্রাউজার জনপ্রিয়। এই প্রতিবেদন অনুসারে, ইন্টারনেটে ই-কমার্স সংশ্লিষ্ট ৭১% কার্যক্রম-ই সংঘটিত হয় ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার থেকে আর যথাক্রমে ২৬% ও ৭% হয় মোবাইল ফোন ও ট্যাবলেট থেকে। বাংলাদেশে ই-কমার্স ও সামগ্রিক অনলাইন সেবা ক্ষেত্রে উন্নতিতে মোবাইল ইন্টারনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবেদনটির আরেকটি ফলাফল অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগ মানুষের বয়স ২৫-৩৪ বছর বয়সের মধ্যে। দেখা গেছে, এরা অন্যান্য বয়সের ব্যবহারকারীদের তুলনায় সবসময়ই কিছুটা এগিয়ে; প্রযুক্তি সম্পর্কে তাদের ধারণার সাথে সাথে প্রযুক্তির ব্যবহার ও তাদের মধ্যে অনেক বেশি। বিভিন্ন ব্র্যান্ড এর মোবাইল ফোনের মধ্যে Kaymu এর গবেষণায় দেখা গেছে যে Apple এর iPhone এর ব্যবহারকারী সংখ্যা যথেষ্ট বেশি।
স্মার্টফোন-ই কি সবচেয়ে এগিয়ে চলছে?
ই-কমার্স ব্যবসায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। Kaymu এর গবেষণার কিছু প্রধান ফলাফলের মধ্যে একটি বড় স্ক্রিন এর মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা আসলে পরবর্তীতে ক্রয় করায় পরিণত হয়। প্রচারণার জন্য সম্ভাব্য ক্রেতাদের প্রয়োজন এবং ব্যবহারের ধরণ বুঝে আলাদা ভাবে গ্রুপে তালিকাভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। চওড়া স্ক্রিনের মোবাইল ফোন ইমেইলের মাধ্যমে প্রচারণা করা এখন প্রচারণার নতুন পদ্ধতি হিসেবে চালু হয়েছে। নিউজলেটারের মাধ্যমে সর্বচ্চো প্রচার নিশ্চিত করা এবং গ্রাহকদের আগ্রহের দিকগুলোকে চিহ্নিত করাও প্রচারণার উদ্দেশ্যকে সফল করতে সাহায্য করে। এছাড়াও, ক্রেতাদের সুবিধার্থে মোবাইল উপযোগী অ্যাপস তৈরি করার ফলে ই-কমার্স ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের উন্নতির গতিকে আরও ত্বরান্বিত করছে। এর ফলে বিক্রয় করার সুযোগ আরও প্রসারিত হয়েছে। এখানে Kaymu এর গবেষণাটি এমবেড করে দেয়া হলো।
Get the detailed research report on Kaymu’s website
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।