বাংলাদেশের মোবাইল ফোন গ্রাহকদের সিম পুনরায় রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর ২০১৫, রবিবার থেকে। ঐদিন থেকে পরবর্তী তিন মাস অর্থাৎ ১৩ ডিসেম্বরের মধ্যে দেশের সকল মোবাইল সিমের সঠিক নিবন্ধন নিশ্চিত করতে হবে অপারেটরদের। ইতোমধ্যেই যাদের সিম সঠিকভাবে নিবন্ধন করা আছে তাদেরকে নিবন্ধন যাচাই করে নিতে হবে। কোনো তথ্য ভুল থাকলে তা পুনঃনিবন্ধনের মাধ্যমে শুদ্ধ করে নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর।
কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা রবিবারের মধ্যেই দেশের টেলিকম খাত থেকে জানিয়ে দেয়া হবে। সিমকার্ড অনলাইনে ভেরিফাই করার উদ্যোগও নেয়া হচ্ছে বলে বিটিআরসি থেকে জানানো হয়েছে।
এর আগে গ্রাহকদের কাছে থাকা মোবাইল ফোনের সকল সিমকার্ডের পুনঃনিবন্ধন করার উদ্যোগ নিতে ৮ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার বিটিআরসি’কে চিঠি দিয়েছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ঐদিন অনিবন্ধিত সিমের দায়ে মোবাইল ফোন অপারেটরগুলোকে জরিমানার মুখোমুখি করার বিধান কার্যকর করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। এক্ষেত্রে প্রতিটি অনিবন্ধিত সিমের জন্য ৫০ ডলার (প্রায় ৩৮০০ টাকা) করে জরিমানা গুণতে হবে মোবাইল অপারেটরগুলোকে। আর নিবন্ধনবিহীন সিমের সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।