ভুল থেকে শিক্ষা নিচ্ছে রোবট

মানুষ ভুল থেকে শিক্ষা নেয় কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা প্রচলিত আছে। তবে রোবটরা এবার ঠিকই তাদের অতীত থেকে শিক্ষা গ্রহণ করবে। আর সেটা হবে তাৎক্ষণিকভাবেই।

আজকাল কিছু কিছু রোবটে একটি বিশেষ ডিভাইস সংযুক্ত করে দেয়া হচ্ছে যার ফলে তারা তাদের পূর্ববর্তী কাজের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান কাজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। রোবটটি যদি তৎক্ষণাৎ কোন সিদ্ধান্ত না নিতে পারে তাহলে এই সিস্টেম তাকে ঐ সিদ্ধান্ত না নিয়ে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশ পাঠাবে।

এই ধরণের ডিভাইস অনেক কাজে দেবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। যেমন উড়োজাহাজের অটোপাইলট হিসেবে অথবা গাড়ির ক্ষেত্রে এই ডিভাইসটি অনেক কার্যকর হবে। বিজ্ঞানীরা আরো বলেন, যে অনেক রোবট প্রতিকূল পরিবেশে কী ধরণের আচরণ করতে হবে তা বুঝে উঠতে পারে না। এই ডিভাইসটির সাহায্যে তারা সহজেই এই ধরণের পরিস্তিতি মোকাবেলা করতে সক্ষম হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,550 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *