গত নভেম্বরে ধূমকেতুতে প্রেরিত প্রথম মহাকাশযান ‘ফিলে’ সফলভাবে অবতরণ করে। কিন্তু অবতরণের কয়েক ঘন্টা পরই এটি পৃথিবীর সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিল। এই ঘটনাকে তখন ফিলে’র ‘শীতনিদ্রা’ হিসেবে অভিহিত করা হয়েছিল। এখন প্রায় ৭ মাস পর ঘুম থেকে জেগে উঠেছে যানটি। ধূমকেতুর পাথর ও বরফ পরীক্ষা করার জন্য এই রোবটটি পাঠানো হয়েছিল।
ইউরোপীয় মহাকাশ সংস্থা বলছে, ফিলে পুনরায় পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করেছে এবং এটি ধূমকেতু থেকে ডেটা/বার্তা পাঠানোও শুরু করেছে। সক্রিয় হয়ে ওঠার পর ফিলে একটি টুইটার স্ট্যাটাসের মাধ্যমে লিখেছে “Hello Earth! Can you hear me?” অর্থাৎ, “হ্যালো পৃথিবী, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো?”
ফিলে ল্যান্ডারটি সৌরশক্তি ব্যবহার করে চলে। কিন্তু এটি ধূমকেতুর এমন একটি জায়গায় অবতরণ করেছিল যেখানে মূলত অন্ধকার ছিল। তাই এর সৌরকোষ বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, ফলে হাইবারনেট মুডে চলে যায় ফিলে। বিজ্ঞানীরা বলছেন, এখন ধূমকেতুটি সূর্যের বেশ কাছাকাছি চলে যাওয়ায় রোবট ফিলে’র গায়ে যে সৌরকোষ (সোলার প্যানেল) লাগানো আছে তাতে আলো পড়ছে এবং এতে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে এটি আবার সক্রিয় হয়েছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।