আইফোন লক স্ক্রিনে নতুন নিরাপত্তা ত্রুটিঃ ঝুঁকিতে কন্টাক্টস এবং ফটো

কিছুদিন আগেই আইওএস ৬.১ অপারেটিং সিস্টেমের লক স্ক্রিনে ত্রুটি থাকায় এর ফোনবুক, মেসেজ প্রভৃতি ব্যক্তিগত তথ্য উন্মুক হয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছিল। অ্যাপল উক্ত বাগ স্বীকার করে নিয়ে মাত্র এক দিন আগে প্যাচ সহ আইওএস ৬.১.৩ ভার্সন সরবরাহ করলেও আইফোনের লক পিন বাইপাস করার আরেকটি নতুন উপায় আবিষ্কৃত হয়েছে যা ফোন নাম্বার এবং ছবি সংগ্রহে উঁকি দিতে সহায়তা করবে।

সর্বশেষ এই বাগ পরীক্ষা করার জন্য শুধুমাত্র সফটওয়্যারের ট্রিক যথেষ্ট নয়। এক্ষেত্রে আইফোন প্রোগ্রামের পাশাপাশি হার্ডওয়্যারের ক্ষেত্রেও কৌশল অবলম্বন করতে হবে।

প্রথমেই আপনার আইফোন ৪ কিংবা ৪এসের ভয়েস ডায়াল ব্যবহার করে একটি ফোন কল করুন। ডায়ালের মাঝপথে কোন সরু পিন বা পেপার ক্লিপের সাহায্যে স্মার্টফোনটির সিম ট্রে খুলে ফেলুন। এরপর আপনি ফোন ইন্টারফেসে প্রবেশ করতে পারবেন, যা এখন পর্যন্ত প্রাপ্ত খবরে শুধুমাত্র ফোনবুক ও ফটোতে এক্সেস দিচ্ছে।

উক্ত বাগ (যথাসম্ভব) এড়াতে চাইলে আপনার আইফোনে ভয়েস ডায়াল অপশন বন্ধ রাখুন এবং/ অথবা সিরি (যদি থাকে) সক্রিয় করুন। কেননা সিরি-পুর্ববর্তী ভয়েস ডায়ালিং ফিচারেই এই ত্রুটি আছে বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য, আইফোন ফাইভে এখনও উপরোক্ত সফটওয়্যার ত্রুটি থাকার প্রমাণ পাওয়া যায়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,550 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *