জাপানী হোটেলে এবার বহুভাষী রোবট কর্মী

রোবটিক্সের বেলায় জাপানের সুনাম বরাবরই শোনা যায়। তারই ধারাবাহিকতায় এবার বহুভাষী রোবট কর্মী নিয়োগ দিচ্ছে জাপানের নাগাসাকিতে অবস্থিত একটি হোটেল ‘হেন-না’।

এই হাই-টেক হোটেলে প্রথমদিকে ১০টি মানবাকৃতির রোবট থাকবে যেগুলো মানুষের মতই চোখে পলক ফেলবে, শ্বাসপ্রশ্বাস চালাবে, চোখের ইশারা বুঝতে পারবে এবং মানুষের অঙ্গভঙ্গি’র প্রতিও সাড়া দেবে। রোবটগুলো চারটি (চায়নিস, জাপানিস, কোরিয়ান এবং ইংলিশ) ভাষায় কথাও বলতে পারবে।

যন্ত্রমানবগুলো অতিথি অভ্যর্থনা থেকে শুরু করে তাদের ব্যাগ বহন করা, কফি দেয়া, রুম পরিষ্কার করা এবং লণ্ড্রী সেবারও দেখভাল করবে।

এই গ্রীষ্মে চালু হতে যাওয়া ঐ হোটেলের রোবটগুলো শুরুর দিকে মানব দ্বারা পরিচালিত হলেও পরবর্তীতে সেখানকার ৯০ শতাংশেরও বেশি কাজ রোবটের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

১৭ জুলাই চালু হবে ‘হেন-না’ নামের এই হোটেলটি, যাতে এক রাত্রি অবস্থানের জন্য সর্বনিম্ন রুম খরচ পড়বে ৬০ মার্কিন ডলার। এসব রুমে ফেসিয়াল রিকগনিশন আনলক সিস্টেম ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য শরীরের তাপমাত্রা নির্ণয়ের প্রযুক্তি থাকবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *