নতুন সার্চ ইঞ্জিন তৈরির কথা ভাবছে অ্যাপল। তারা এমন এক সার্চ ইঞ্জিন চালুর পরিকল্পনা করছে, যা কোটি কোটি ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে। অ্যাপলের এক জব পোস্টিং থেকে এই তথ্য প্রকাশ পেয়েছে।
অ্যাপল এবং গুগল এর মধ্যে ভাল সম্পর্ক থাকলেও গুগলের উপর নিজেদের নির্ভরশীলতা কমিয়ে দেয়ার কথা ভাবছে অ্যাপল। এর একটি পদক্ষেপ হল গুগল ম্যাপ এবং ইউটিউবকে তাদের ডিফল্ট আইওএস অ্যাপ লিস্ট থেকে সরিয়ে ফেলা। আরও কৌশলী পদক্ষেপ হিসেবে গুগল থেকেও বেশি প্রাধান্য দেয়া হয়েছে বিং, ইয়াহু এবং উইকিপিডিয়াকে। যদিও বলা যায় অ্যাপল এখন গুগল থেকে অনেকটাই মুক্ত তবে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি এই টেক জায়ান্ট। যেমন সার্চের জন্য কোম্পানিটি বিং এর উপর অনেকটাই নির্ভরশীল।
আমরা আগেই দেখেছি ফায়ারফক্স গুগলকে তাদের ডিফল্ট সার্চ ইঞ্জিনের অবস্থান থেকে সরিয়ে ফেলেছে। সাফারির ক্ষেত্রেও একই অবস্থা হতে পারে।
অ্যাপল সার্চ ঠিক কী নিয়ে আসছে তা এখনও পরিস্কার নয়। হতে পারে এটা অ্যাপলের নতুন কোনো অ্যাপ যা মিউজিক বা অন্যান্য তথ্য অনুসন্ধানের জন্য সহায়ক হবে। তবে আসল ঘটনা জানার জন্য আমাদের আরও কিছুদিন (অথবা মাস/বছর) অপেক্ষা করতে হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।