এন্ড্রয়েড ললিপপের স্বাদ দেবে ‘এল লঞ্চার’

এন্ড্রয়েড ৫.০ ললিপপে এসেছে বড় ধরনের ডিজাইন পরিবর্তন। গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন ভোক্তা সমাজে ভালই প্রশংসা কুড়িয়েছে। কিন্তু সমস্যা হল খুব অল্প কিছু ডিভাইসই এটা ব্যবহার করতে পারবে। তবে নতুন ‘এল লঞ্চার’ আপনাকে দেবে ললিপপ এর স্বাদ। এই লঞ্চারের বিশেষ ফিচার গুলো নিম্নরুপঃ

  • এন্ড্রয়েড ৪.০ বা তার পরের ডিভাইস গুলোতে এটি সাপোর্ট করবে।
  • ডানে সোয়াইপ করা যাবে
  • আইকন থিম সাপোর্ট করে
  • হাল্কা স্বচ্ছ স্ট্যাটাস বার এবং ন্যাভিগেশন বার থাকবে
  • সাইড বার থাকবে
  • ড্রয়ার থাকবেঃ হাইড অ্যাপ, ক্রিয়েট ফোল্ডার, শর্ট অ্যাপ, কুইক এ-টু-জেড বার থাকবে
  • ডেক্সটপ ইফেক্ট পাবেন
  • বিশেষ নোটিফাইয়ার থাকবে
  • ইউআই সাইজ মুড পরিবর্তন করা যাবে
  • লাইভ ওয়ালপেপার
  • লঞ্চার সেটিংস ব্যাকআপ-রিস্টোর করা যাবে

এই গুগল প্লে স্টোর লিংক থেকে এল লঞ্চার অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,423 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *