মাইক্রোসফটের প্রধান গবেষক এরিখ হরভিজ মনে করেন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির ধ্বংস নয় বরং উপকার সাধন করবে। আপনার হয়ত মনে আছে, গত ডিসেম্বরে প্রফেসর স্টিফেন হকিং বলেছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স মানব জাতিকে শেষ করে দিতে পারে।
মিস্টার হরভিজ তার সকল গবেষণা এখন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর উপর করছেন। তিনি বলেন আমি মনে করি এমনটা কখনই হবে না যে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নিয়ন্ত্রণ হারাবে। তিনি আরও বলেন, আমরা সক্রিয় ভাবে কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে আরও বড় ধরনের সুবিধা পাব।
তিনি আরও যোগ করেন, মাইক্রোসফট রিসার্চ এর সাথে থাকা বিজ্ঞানীদল এবং প্রকৌশলীদের গবেষণার একটি ফল হচ্ছে করটনা যা ভয়েস নিয়ন্ত্রিত ভার্চুয়াল এসিস্ট্যান্ট। এছাড়া এরকম অন্যান্য কোম্পানির ভার্চুয়াল সহকারী অ্যাপ আছে যেমন অ্যাপলের সিরি, স্যামসাংয়ের এস ভয়েস, ওকে গুগল ইত্যাদি। এই সব ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কে আরও গবেষণা এবং অর্থ ব্যয় করতে উৎসাহিত করেছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।