উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য ‘স্পারটন’ নামক নতুন ওয়েব ব্রাউজার নিয়ে আসতে যাচ্ছে মাইক্রোসফট। জেডডিনেট এর এক রিপোর্টে বলা হয়েছে যে নতুন এ ব্রাউজারে ফায়ারফক্স এবং ক্রোম উভয়ের সুবিধদি দেয়া হবে কিন্তু আসবে নতুন চেহারায়। তবে ইন্টারনেট এক্সপ্লোরার একেবারে বিলুপ্ত হয়ে যাবেনা, বরং উভয় ব্রাউজারই পাশাপাশি আসবে।
নতুন চেহারা থাকলেও মাইক্রোসফট তাদের বর্তমান ওয়েব প্রযুক্তিই এতে ব্যবহার করবে। এটি ‘চাকরা’ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এবং ‘ট্রাইডেন্ট’ রেন্ডারিং ইঞ্জিন ব্যাবহার করবে। সুতরাং রেডমন্ড এখনই ওয়েবকিট এর দিকে যাচ্ছে না যেটি অ্যাপল সাফারি ব্যবহার করে। তবে গুগল ওয়েবকিট ব্যবহার না করে তাদের নিজেদের কাস্টম ইঞ্জিন ব্যবহার করে।
এত কিছুর পরও ইন্টারনেট এক্সপ্লোরার একেবারে বিলুপ্ত হবে না কেননা কম্প্যাটিবিলিটি সমস্যা এড়াতে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ সাথে দেয়া হবে অর্থাৎ দুটি ব্রাউজারই থাকবে নতুন শিপমেন্টে।
আসছে ২১শে জানুয়ারী উইন্ডোজ ১০ ইভেন্ট রয়েছে দেখা যাক এতে মাইক্রোসফট তাদের নতুন ব্রাউজার সম্পর্কে কি বলে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।