উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের জন্য নির্মিত মাইক্রোসফটের ফেসবুক অ্যাপের নতুন সংস্করণ প্রকাশ পেয়েছে। ৫.৩ ভার্সন নম্বরের এই এপ্লিকেশনে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। মাইক্রোসফট বলছে, হালনাগাদকৃত এই সফটওয়্যারটি আরও সাবলীল ফেসবুক অভিজ্ঞতা প্রদান করবে।
উইন্ডোজ ফোনের এই ফেসবুক অ্যাপে নতুন ডিজাইন ও পোস্ট ডিটেইলস ফিচারের পাশাপাশি বাড়তি ভাষা সমর্থন এসেছে। এর মাধ্যমে আপনি উইন্ডোজ ফোনে ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন।
এছাড়া মোবাইলের কন্টাক্টস, ইভেন্টস ও ফটো অ্যালবামের সাথেও সরাসরি যুক্ত হয়েছে ফেসবুক অ্যাপ।
উইন্ডোজ ফোন ওএসের জন্য ফেসবুকের অফিসিয়াল কোন ন্যাটিভ অ্যাপ নেই। ফেসবুক কর্তৃপক্ষ শুধুমাত্র একটি ফেসবুক মেসেঞ্জার অ্যাপ লঞ্চ করেছে। তাই মাইক্রোসফট নিজেই ফেসবুক অ্যাপ ডেভলপ করে আসছে। আর এখন, অফিসিয়াল ফেসবুক মেসেঞ্জারের সাথে একীভুত হয়ে কাজ করবে মাইক্রোসফটের ফেসবুক অ্যাপ।
উইন্ডোজ ফোন স্টোর থেকে ফেসবুক অ্যাপ ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন। আর ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করতে এই লিংক ভিজিট করুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।