ফেসবুকের সব ছবি ফ্রি ব্যাকআপ রাখুন ইয়ানডেক্স ক্লাউডে

ব্যবহারকারীদের ফেসবুক প্রোফাইলে থাকা ফটো ব্যাকআপ রাখতে নতুন ফিচার চালু করেছে রাশিয়ান ইন্টারনেট জায়ান্ট ইয়ানডেক্স। কোম্পানিটির ইয়ানডেক্স ক্লাউড স্টোরেজে ‘ইয়ানডেক্স ডিস্ক’ সার্ভিসের মাধ্যমে আপনি আপনার সমস্ত ফেসবুক ইমেজ কপি করে ব্যাকআপ রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার নিজের আপলোডকৃত ফটো ছাড়াও যেসব ছবিতে আপনাকে ট্যাগ করা আছে সেগুলোও থাকবে এই ক্লাউড ব্যাকাপের আওতায়। বর্তমানে ফেসবুকের ফটো ব্যাকাপ ফিচারটি ইনডেক্সের শুধুমাত্র ডেস্কটপ ভার্সনেই কাজ করে।

ইয়ানডেক্স ডিস্কের ক্লাউড ব্যাকাপ সুবিধা পেতে চাইলে প্রথমেই এখানে আপনার একাউন্ট থাকতে হবে। ইতোপূর্বে ইয়ানডেক্সে রেজিস্ট্রেশন না করে থাকলে https://disk.yandex.com ঠিকানায় গিয়ে সেবাটিতে সাইন আপ করুন। এরপর ইয়ানডেক্স ডিস্কে লগইন করে সেখানে ফেসবুক ফটো ইমপোর্ট অপশনে যান। প্রয়োজনীয় অ্যাপ পারমিশন দিয়ে ফটোগুলো কপি করে ইয়ানডেক্স ক্লাউডে নিয়ে আসুন।

বর্তমানে ইয়ানডেক্সে সাইন আপের সাথে সাথে বিনামূল্যে ১০ জিবি স্পেস দেয়া হচ্ছে। এরপর প্রতিমাসে ১ ডলার বা বার্ষিক ১০ ডলার ফি’তে আরও ১০ জিবি স্পেস যোগ করা যাবে। ইয়ানডেক্সের সুলভ প্যাকেজ মূল্যের সকল ট্যারিফ দেখতে এই লিংক দেখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *