অনলাইন কেনাবেচার সাইট সেলবাজার তাদের নাম পরিবর্তন করেছে। এখন থেকে সাইটটির ঠিকানা ও ব্র্যান্ডনাম হবে ‘এখানেই ডটকম (http://www.ekhanei.com)’; সম্প্রতি কোম্পানিটির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সেলবাজার (বর্তমানে এখানেই ডটকম) এর পরিচালক আরিল ক্লোকারহৌগ বলেন, “নামের পরিবর্তনের সাথে সাথে পেইজেও অনেক ধরনের পরিবর্তন এসেছে। প্রথম পরিবর্তনে দেখা যাবে সহজে ব্যবহার করা যায় এমন হোমপেজ যা ব্যবহারকারীকে নিজের এলাকার অবস্থান জানানোর কথা বলবে। কেননা গ্রাহকদের মধ্যে পণ্য কেনা-বেচার সাথে নৈকট্যের বিষয়টি নির্ভর করে। এছাড়া নতুন হোমপেজে সাতটি জনপ্রিয় ক্যাটাগরি দেওয়া হয়েছে যার মাধ্যমে গ্রাহকরা আরো সহজে পছন্দনীয় বিষয়গুলোতে যেতে পারবেন।”
তিনি আরো বলেন, “আমাদের ফেসবুক পেজে ‘লাইক’ এর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে যেহেতু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে, এজন্য আমরা বাংলায় আমাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।”
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।